চেন্নাই: তিনি পাঁচবারের আইপিএলজয়ী চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক। আর তাঁর দলেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হলেন দীপক চাহার (Deepak Chahar)। এবার সেই চাহারকে নিয়েই অদ্ভুত মন্তব্য করলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। দলের তারকা বোলারকে মাদকের সঙ্গে তুলনা করলেন ক্যাপ্টেন কুল। এমনকী চাহারের মত অপরিণত মানুষ নাকি তিনি দেখেননি, এমনটাও জানিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক (Chennai Super Kings Captain)।
ধোনি এক সাক্ষাৎকারে বলেন, ''দীপক চাহারকে ব্যাখ্যা করার মতো কোনও শব্দ নেই আমার কাছে। ও যখন খুশি আসে আমার কাছে আর আমার মাথা খারাপ করে দিয়ে চলে যায়। দীপক অনেকটা মাদকের মতো। আশপাশে না থাকলে মনে হয়, ও কোথায় আছে। আবার কাছকাছি থাকলে মনে হবে, কেন আছে! আমার জীবদ্দশায় হয়তো ওকে পরিণত অবস্থায় দেখতে পাব না।''
সম্প্রতি নিজের প্রযোজিত ছবি ‘লেটস গেট ম্যারিড’-র ট্রেলার এবং অডিও লঞ্চের জন্য চেন্নাই এসেছিলেন ধোনি। সেখানেই ধোনিকে চাহার সম্পর্কে কথা বলতে দেখা যায়। ২ জনের খুনসুটির ছবি এর আগেও দেখা গিয়েছে। এবার আইপিএল চ্য়াম্পিয়ন হওয়ার পর ধোনির কাছে অটোগ্রাফ চাইতে গিয়েছিলেন চাহার। সেই সময়ই মজা করে তাঁকে সরিয়ে দিচ্ছিলেন ক্য়াপ্টেন কুল।
উল্লেখ্য়, দু দিন আগেই প্রকাশ্যে এসেছিল 'ধোনি এন্টারটেনমেন্টস'-এর প্রথম ছবি 'লেটস গেট ম্যারেড'-এর ট্রেলার। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনির প্রযোজনা সংস্থার প্রথম ছবির ট্রেলার শেয়ার করলেন তারকা দম্পতি। 'এলজিএম' ওরফে 'লেটস গেট ম্যারেড' আপাদমস্তক মনোরঞ্জক কমেডি ঘরানার ছবি যা মুক্তি পাবে জুলাই মাসেই। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগি বাবু ও মির্চি বিজয়কে।
নতুন ভূমিকায় দেখা যাবে ইশান্ত শর্মাকে
ক্রিকেটার হিসাবে ভারতের হয়ে শতাধিক টেস্ট খেলেছেন ইশান্ত। বর্তমানে অবশ্য টিম ইন্ডিয়ার দলে নেই ইশান্ত। তিনি এবার ধারাভাষ্য দেবেন। জিও সিনেমার ঘোষণা অনুযায়ী ইশান্তকে আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে। তিনি হিন্দিতে ধারাভাষ্য দেবেন। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন। খারাপ ফর্মের জেরেই তিনি আর টিম ইন্ডিয়ায় সুযোগ পাচ্ছেন না। তাই এবার খেলোয়াড়ের বদলে তাঁকে তাঁর নতুন ভূমিকায় দেখা যাবে।