এক নজরে একদিনের ক্রিকেটে লাসিথ মালিঙ্গার সাতটি নজরকাড়া রেকর্ড
মালিঙ্গা শ্রীলঙ্কার দারুণ সফল দলের অংশ ছিলেন, যে দল ২০১৪-র টি ২০ বিশ্বকাপ জিতেছে, ২০০৭ এবং ২০১১-র আইসিসি বিশ্বকাপ ও ২০১২-র টি ২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছে।
একদিনের ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে পরপর চারটি বলে চারটি উইকেট নেওয়ার কৃতিত্বও তাঁর দখলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই নজির গড়েছিলেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। আটবার তিনি পাঁচটি করে উইকেট পেয়েছেন।
বিশ্বকাপে একমাত্র বোলার হিসেবে দুবার হ্যাটট্রিকের কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।
৩৫ বছরের মালিঙ্গাই একমাত্র বোলার যাঁর একদিনের ক্রিকেটে তিনটি হ্যাটট্রিক রয়েছে।
বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। ৫৬ উইকেট নিয়ে বিশ্বকাপে সামগ্রিকভাবে সর্বাধিক উইকেট সংগ্রহকারীদের তালিকায় গ্লেন ম্যাক গ্রা ও মুথাইয়া মুরলীধরনের পর তৃতীয় স্থানে রয়েছেন।
শ্রীলঙ্কার হয়ে ২২৬ ম্যাচে ৩৩৮ উইকেট নিয়েছেন মালিঙ্গা। শ্রীলঙ্কার হয়ে একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার তিনি।
গতকাল শুক্রবার কলম্বোতে শেষ একদিনের ম্যাচ খেললেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচ খেলেই একদিনের ক্রিকেটের বর্ণময় কেরিয়ারের সমাপ্তি ঘটালেন তিনি। তবে দেশের হয়ে টি ২০ ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন মালিঙ্গা।
৫০ ওভারের আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ১৫ বছরের দীর্ঘ কেরিয়ারের ইতি টানলেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা।