টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন ধোনির হাতে প্রচুর সময়। তাই ভারতীয় দল যখন রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলছে, ধোনি তখন মাদ্রিদ ক্রিকেট ক্লাবে খেলা দেখালেন। তাঁকে দেখতে বহু মানুষ জড়ো হয়েছিলেন।
টেস্ট থেকে অবসর নিলেও, টি-২০ এবং একদিনের ক্রিকেট থেকে এখনই সরে দাঁড়াচ্ছেন না ধোনি। নির্বাচকরাও জানিয়ে দিয়েছেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাঁরা ধোনিকে দলে চান। নির্বাচক কমিটি সূত্রে জানা গিয়েছে, ধোনির ফিটনেস লেভেল একইরকম থাকলে তাঁকে বাদ দেওয়ার ভাবনা নেই। তিনি নিজে থেকে সরে না দাঁড়ালে নির্বাচকদের কাজ সহজ হয়ে যাবে।
বিভিন্ন মহল থেকে বিরাট কোহলিকে টেস্টের পাশাপাশি একদিনের ও টি-২০ দলেরও অধিনায়ক করার দাবি তোলা হচ্ছে। তবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ধোনির নেতৃত্বে থাকা নিশ্চিত। তারপর নির্বাচকরা ভবিষ্যতের বিষয়ে ধোনির সঙ্গে কথা বলবেন। কোনও সমস্যা না থাকলে ২০১৯ বিশ্বকাপে ধোনিই ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন।