গুরু আচরেকরের শেষযাত্রায় আবেগবিহ্বল সচিন, ব্যাট দেখিয়ে অন্তিম শ্রদ্ধা উঠতি ক্রিকেটারদের
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেখুন, আচরেকরের শেষযাত্রার আরও কিছু ছবি
আচরেকরের অন্তিমযাত্রায় হাঁটতে হাঁটতে আবেগবিহ্বল হয়ে পড়েন সচিন। কোনওক্রমে নিজেকে সামলান তিনি।
গুরুর শবাধারে কাঁধও দিলেন সচিন।
পথে উঠতি ক্রিকেটাররা তাঁকে শ্রদ্ধা জানান। মুম্বইয়ের উঠতি ক্রিকেটাররা তাঁকে ব্যাট দেখিয়ে অন্তিম শ্রদ্ধা নিবেদন করে।
একটি ট্রাকে তাঁর দেহ নিয়ে যাত্রা শুরু হয়। যথোচিত মর্যাদায় তাঁকে শিবাজী পার্কে নিয়ে আসা হয়।
সচিন ছাড়াও শেষযাত্রায় সামিল হয়েছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা রাজ ঠাকরে এবং কাম্বলি।
গুরুকে শেষ বিদায় জানাতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়েন সচিন। সর্বক্ষণ আচরেকরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় তাঁকে।
এদিন তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। বাসভবন থেকে শেষযাত্রা শুরু হয়। শেষযাত্রায় সামিল হন তাঁর প্রিয় শিষ্য সচিনও।
ক্রিকেটের প্রতি অবদানের জন্য তাঁকে পদ্মশ্রী ও দ্রোনাচার্য পুরস্কারে সম্মানিত করা হয়।
ভারতীয় ক্রিকেটকে সচিন তেন্ডুলকরের মতো হিরের টুকরো দিয়ে গিয়েছেন আচরেকর। সচিন ছাড়াও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির কোচও ছিলেন তিনি।
দীর্ঘ অসুস্থতার পর বুধবার সন্ধেয় প্রয়াত হয়েছেন প্রবীন কোচ রমাকান্ত আচরেকর। মুম্বইয়ের শিবাজী পার্কে কাছে দাদরে নিজের বাসভবনে ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -