মোহালি: মহেন্দ্র সিংহ ধোনির জায়গায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে এসেছিলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত। কারণ, সিরিজের বাকি দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ককে। দলে সুযোগ পেয়ে ব্যাট হাতে নজর কাড়েন ঋষভ। ২৬ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু স্ট্যাম্পের পিছনে তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো হল না। বেশ কয়েকটি স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন তিনি। একবার তো ঋষভ ধোনির মতো স্ট্যাম্প না দেখে ফিল্ডারের ছোঁড়া বল হাত ছুঁইয়ে দিক পরিবর্তন করে রান আউট করার চেষ্টা করেন। কিন্তু তাঁর সেই চেষ্টা চূড়ান্ত ব্যর্থ হয়। এই ঘটনায় যে অধিনায়ক বিরাট কোহলি খুশি হননি, তা তাঁর হাবেভাবেই স্পষ্ট হয়ে গিয়েছে।
একটা ডাইরেক্ট থ্রোকে দুই পায়ের ফাঁক দিয়ে ফ্লিক করার চেষ্টা করেন। কিন্তু বল স্ট্যাম্পের ওপর দিয়ে চলে যায় এবং অস্ট্রেলিয়া ওভার থ্রো-তে রান পেয়ে যায়। কোহলিকে ওই সময় খুবই বিরক্ত দেখায়।
তাঁর বলে একটা স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া হওয়ার পর হতাশ দেখায় লেগ স্পিনার যজুবেন্দ্র চাহলকে।




গতকালের ম্যাচে শিখর ধবন ও রোহিত শর্মার দুরন্ত ইনিংস সত্ত্বেও ভারতকে হারতে হয়। তাঁদের রেকর্ড ওপেনিং পার্টনারশিপের দৌলতে রানের পাহাড় খাড়া করে ভারত। ধবন চোখধাঁধানো শতরান করেন। কিন্তু অ্যাশটন টার্নারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে অস্ট্রেলিয়া জয়ের জন্য রেকর্ড ৩৫৯ রানের লক্ষ্যে পৌঁছে যায়। চার উইকেটে ভারত ম্যাচ হারে। কেরিয়ারের দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৩ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি।
এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরাল। আগামী বুধবার ফিরোজ শাহ কোটলায় সিরিজের ফলাফল নির্ধারিত হবে।