একটা ডাইরেক্ট থ্রোকে দুই পায়ের ফাঁক দিয়ে ফ্লিক করার চেষ্টা করেন। কিন্তু বল স্ট্যাম্পের ওপর দিয়ে চলে যায় এবং অস্ট্রেলিয়া ওভার থ্রো-তে রান পেয়ে যায়। কোহলিকে ওই সময় খুবই বিরক্ত দেখায়।
তাঁর বলে একটা স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া হওয়ার পর হতাশ দেখায় লেগ স্পিনার যজুবেন্দ্র চাহলকে।
গতকালের ম্যাচে শিখর ধবন ও রোহিত শর্মার দুরন্ত ইনিংস সত্ত্বেও ভারতকে হারতে হয়। তাঁদের রেকর্ড ওপেনিং পার্টনারশিপের দৌলতে রানের পাহাড় খাড়া করে ভারত। ধবন চোখধাঁধানো শতরান করেন। কিন্তু অ্যাশটন টার্নারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে অস্ট্রেলিয়া জয়ের জন্য রেকর্ড ৩৫৯ রানের লক্ষ্যে পৌঁছে যায়। চার উইকেটে ভারত ম্যাচ হারে। কেরিয়ারের দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৩ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি।
এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরাল। আগামী বুধবার ফিরোজ শাহ কোটলায় সিরিজের ফলাফল নির্ধারিত হবে।