বেঙ্গালুরু: হাতে এখনও ৩৯৬ রানের পুঁজি। প্রয়োজন আর ৯ উইকেট। শেষ দিন কি কিউয়ি ইনিংসে ধস নামাতে পারবেন মুকেশ কুমাররা?

Continues below advertisement


বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ বেসরকারি টেস্ট ম্য়াচে চালকের আসনে ভারত। শনিবার ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ৩৫৯/৭ তুলে ডিক্লেয়ার করেন প্রিয়ঙ্ক পাঞ্চাল। দুরন্ত সেঞ্চুরি রজত পতিদারের। ১৩৫ বলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রুতুরাজ গায়কোয়াড় দ্বিতীয় ইনিংসে ৯৪ রান করে আউট হন। সরফরাজ খান করেন ৬৩ রান। ভারতের রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড এ দলের স্কোর ২০/১। সৌরভ কুমারের বলে ফিরে গিয়েছেন রাচিন রবীন্দ্র। রবিবার ম্যাচের শেষ দিন ভারতের চাই আর ৯ উইকেট। মুকেশ কুমাররা তা পেলেই ম্যাচ ও সিরিজ জিতবে ভারত।


প্রথম ইনিংসের লিড


ভারত এ দলের বিরুদ্ধে সিরিজের তৃতীয় বেসরকারি টেস্টে প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে পড়ে নিউজিল্যান্ড এ দল। প্রিয়ঙ্ক পাঞ্চালরা ম্যাচের প্রথম দিনে তিনশোর কমেই অল আউট হয়ে যান। তবে নিয়ন্ত্রিত বোলিংয়েই প্রথম ইনিংসের নিরিখে উল্লেখযোগ্য লিড হাতে পেয়ে যায় ভারতীয় এ দল।


টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভারত এ দল ৮৬.৪ ওভারে ২৯৩ রানে অল আউট হয়ে যায়। প্রিয়ঙ্ক পাঞ্চাল (৫), অভিমন্যু ঈশ্বরন (৩৮) বড় রান পাননি। রুতুরাজ গায়কোয়াড় ১০৮ রান করেন। রজত পতিদার ৩০ রান করে আউট হন। কোনও রান পাননি সরফরাজ খান (০)। উপেন্দ্র যাদব ৭৬ রান করেন। শার্দুল ঠাকুর ৭, রাহুল চাহার ১৩, সৌরভ কুমার ৯ ও উমরান মালিক ৩ রান করে আউট হন। কোনও বল খেলার সুযোগ পাননি মুকেশ কুমার।


নিউজিল্যান্ডের হয়ে ম্যাথু ফিশার ৫২ রানে ৪টি উইকেট নেন। জো ওয়াকার ৬৫ রানে ২টি উইকেট নেন। জেকব ডাফি ৫৬ রানে ২টি উইকেট দখল করেন। সিয়ান সলিয়া ৪৭ রানে ১টি উইকেট নেন। রাচিন রবীন্দ্র ৬৮ রানে ১টি উইকেট নেন।


দ্বিতীয় দিনে পাল্টা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড এ দল তাদের প্রথম ইনিংসে ৭১.২ ওভারে ২৩৭ রান তুলে অল আউট হয়ে যায়। মার্ক চাপম্যান সর্বোচ্চ ৯২ রান করেন। সিয়ান সলিয়া ৫৪, ডেন ক্লেভার ৩৪ ও টম ব্রুস ১৩ রান করেন।


আরও পড়ুন: রাতের আকাশে মায়াবী আলোর খেলা, ইডেনে দর্শকদের জন্য হাজির চোখধাঁধানো লেজার শো