মহীশূর: ব্যাট হাতে শুভমন গিলের দাপট অব্যাহত। দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিনের শেষে শুভমনের ৯২ রানের দৌলতে ভারত এ ৩ উইকেটে ২৩৩ রান করেছে।
শুভমনের ইনিংসে রয়েছে ১২ টি চার ও একটি ছয়। মাত্র আট রানের জন্য শতরান থেকে বঞ্চিত হলেন তিনি। এর আগে প্রথম টেস্টেও ৯০ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি।
দিনের শেষে করুণ নায়ার ৭৮ এবং ঋদ্ধিমান সাহা ৩৬ রানে অপরাজিত রয়েছেন। খারাপ আলোর জন্য ৭৪ তম ওভারেই দিনের খেলা শেষ হয়ে যায়।
টসে হেরে ব্যাট করতে নেমে ভারত এ দলের শুরুটা ভালো হয়নি। ওপেনার অভিমূন্য ঈশ্বরণ পাঁচ রান করে ষষ্ঠ ওভারে লুঙ্গি এনগিডির বলে আউট হন তিনি। প্রিয়াঙ্ক পাঞ্চাল ৩৬ ওভার পর্যন্ত খেলেন। কিন্তু বড় রানের ইনিংস খেলতে পারলেন না তিনি। ৩১ রানে আউট হন তিনি।
ভার্নন ফিলান্ডারের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এ দলের পেস বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন। শুভমন ধৈর্য্য ধরে বিপক্ষের বোলারদের খেলেছেন। নায়ারের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৩৪ ওভারে ১৩৫ রান যোগ করেন তিনি। সিম্পলার বলে আউট হন শুভমন।
নায়ার ও ঋদ্ধিমানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ৬৭ রান যোগ হয়েছে।