হাংঝাউ: এশিয়ান গেমসে (Asian Games 2023) পরের রাউন্ডে উঠতে হলে এই ম্যাচটি জয় ও ড্র ছাড়া কোনও উপায় ছিল না ভারতের কাছে। এদিন মায়ানমারের বিরুদ্ধে খেলতে নেমেছিল সুনীল ছেত্রীর (Sunil Chetri) নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল। ম্যাচে ভারতের একমাত্র গোলটি করেন সুনীল। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সুনীল। তবে দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় মায়ানমার। পরে অবশ্য কোনও দলই আর গোল করতে পারেনি। এই ড্রয়ের ফলে নক আউট পর্বে জায়গা পাকা করে নিল ভারতীয় ফুটবল দল। মায়ানমারের কাছে জয় ছাড়া কোনও উপায় ছিল না। তবে ভারত ড্র করেই পরের রাউন্ডে পৌঁছে গেল স্তিমাচের দল। উল্লেখ্য, এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে গ্রুপ এ-তে রয়েছে ভারত, চিন, মায়ানমার, বাংলাদেশ। 


টুর্নামেন্টে প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। ১-৫ গোলে হারতে হয়েছিল সেই ম্যাচে। পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অবশ্য জয় ছিনিয়ে নেয় ভারত। মায়ানমারের বিরুদ্ধে এই নিয়ে মোট ৩০ বার মুখোমুখি হল ভারত। এশিয়ান গেমসের মঞ্চে এই নিয়ে দ্বিতীয় সাক্ষাৎ ছিল ভারত ও মায়ানমারের। প্রথম সাক্ষাৎ ছিল ১৯৫৮ সালে। সেবারও পিকে, চুনী, দামোদরনের গোলে ৩-২ গোলে জয় পেয়েছিল ভারত। এবারও জয় ছিনিয়ে নিল ভারত। 


এদিন খেলা শুরুর ৭ মিনিটের মাথায়ই হলুদ কার্ড দেখেন ভারতের রাহুল কেপি। খেলার ২২ মিনিটের মাথায় অবশ্য গোলের সুযোগ চলে আসে ভারতের সামনে। নিজেদের বক্সে ফাউল করেন মায়ানমারের গোলরক্ষক। দুরন্ত গোল করেন পেনাল্টি থেকে সুনীল। প্রথামার্ধে এরপর আর কোনও দল গোল করতে পারেনি। 


দ্বিতীয়ার্ধে কিছুটা বেগ বাড়িয়ে দেয় মায়ানমারের তাঁদের খেলায়। খেলার ৫৩ মিনিটের মাথায় একটি সহজ সুযোগ মিস করেন রহিম আলি। এরপর ৭৪ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে সমতা ফেরালেন মায়ানমারের কিয়াও হেটউই। এরপর অতিরিক্ত ৬ মিনিট দিলেও সেখান থেকে আর কোনও দল গোল করতে পারেনি। 


এদিকে, এশিয়ান গেমসে মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নিখাত জারিন। ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন এই ভারতীয় মহিলা বক্সার। ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত চলতি এশিয়ান গেমসে পদক জয়ের অন্যতম দাবিদার। এদিনের ম্য়াচে উল্টোদিকে থাকা থি ট্যাম এনগুয়েনকে একপ্রকার দাঁড়াতেই দিলেন না নিখাত। এদিন খেলার দ্বিতীয় রাউন্ডের শেষেই বিচারকরা জয়ী ঘোষণা করেন জারিনকে। এবার ৫০ কেজি বিভাগে লড়াইয়ে নেমেছেন ভারতের ২৭ বছরের এই বক্সার।