অ্যান্টিগা: খেতাবি লড়াই। যুব বিশ্বকাপের ফাইনাল। টানটান উত্তেজনার মহারণ। ২২ গজে আরও একবার বিশ্বজয়ের সুযোগ ভারতের কাছে। আগামীকাল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে যশ ধূলের টিম ইন্ডিয়া। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতেই বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সিনিয়র ভারতীয় দলের। ভাইদের কাছে সুযোগ দাদাদের হারের যন্ত্রণা কিছুটা লাঘব করার। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৬ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় যুব দল। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড শিবির। কে চ্যাম্পিয়ন হবে, জানা যাবে কিছুক্ষণ পরেই।
কাল ভারত বনাম ইংল্য়ান্ড যুব বিশ্বকাপের ফাইনালে ম্যাচ কোথায় খেলা হবে?
কাল ৫ ফেব্রুয়ারি, যুব বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি খেলা হবে অ্যান্টিগায়
কখন থেকে শুরু খেলা?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬.৩০ থেকে শুরু হওয়ার কথা ফাইনাল ম্যাচ। খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হবে।
কোন চ্যানেলে সম্প্রচারিত হবে আজকের ম্যাচ?
টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখা যাবে?
অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।
সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক যশ ধূল। ওপেনিংয়ে নেমেছিলেন আংক্রিশ রাঘুবংশী ও হরনূর সিংহ। কিন্তু কেউই বেশি রান করতে পারেননি। প্রথমজন ৬ রান করেন। দ্বিতীয় জন ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৬ রানে প্রথম উইকেটের পতন হয় ভারতের। ৩৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। এরপরই পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক যশ ধূল ও সহ অধিনায়ক শাইক রশিদ। ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১১০ রান করেন তিনি। ১০৮ বলে ৯৪ রান করেন শাইক রশিদ। এরপর লোয়ার অর্ডারে নিশান্ত সিন্ধু ও দীনেশ বানা মিলে দলের স্কোর ২৯০ এ পৌঁছে দেন।
জবাবে, ভারতীয় বােলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারল না অজি ব্য়াটাররা। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন ভিকি ওস্টওয়াল। ২ টো করে উইকেট নেন রবি কুমার ও নিশান্ত সিন্ধু। ১টি করে উইকেট নেন আংক্রিশ রঘুবংশী ও কৌশল তাম্বে।