Vedant Fashions IPO Launch: আইপিও-র (IPO)বাজারে শুরুটা মন্দ হল না বেদান্ত ফ্যাশনসের (Vedant Fashions)। শুক্রবার প্রথম দিনেই 14 শতাংশ ইস্যু কিনেছেন বিনিয়োগকারীরা। আইপিও-র খুচরো অংশ (Retail part) ক্রয় করেছে 22 শতাংশ। এ ছাড়াও ইনস্টিটিউশনাল ও ওয়েলদি ইনভেস্টরের অংশ যথাক্রমে 6 শতাংশ করে কিনেছেন বিনিয়োগকারীরা। 


IPO Vedant Fashions: আইপিওতে 3,149 কোটি টাকার সেকেন্ডারি শেয়ার বিক্রি হয়েছে। কোম্পানি ইতিমধ্যেই অ্যাঙ্কর ইনভেস্টারদের থেকে 945 কোটি টাকা সংগ্রহ করেছে। আইপিও-র প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি 824-866 টাকা নির্ধারণ করেছে কোম্পানি। এই ক্ষেত্রে কোম্পানির মূল্য 21,017 কোটি টাকা। 


SEBI Update: সেপ্টেম্বরেই সেবির কাছে তার প্রাথমিক কাগজপত্র দাখিল করেছিল কোম্পানি। সম্প্রতি সেই বিষয়ে আপডেট দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 18 জানুয়ারি অবজারবেশন লেটার পেয়েছিল কোম্পানি(Vedant Fashions)। সেই অনুযায়ী 4 ফেব্রুয়ারি থেকে ইস্যু নামল বাজারে। 


Vedant Fashions IPO Launch: এই ফার্মের প্রোমোটার হলেন রবি মোদি, শিল্পী মোদি ও রবি মোদি ফ্যামিলি ট্রাস্ট৷ যেহেতু IPO সম্পূর্ণরূপে বিক্রয়ের জন্য একটি অফার, তাই কোম্পানির পাবলিক ইস্যু থেকে কোনও আয় হবে না। মান্যবর ব্র্যান্ডেড ভারতীয় বিয়ের  পোশাকে অন্যতম নাম। বলা যায়, এই বিশেষ পোশাকের বাজারে অন্যতম বড় নাম মান্যবর। এ ছাড়াও কোম্পানির অন্যান্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে Twamev, Manthan, Mohey ও Mebaz।


Manyavar Owner IPO: কোম্পানির 537টি এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট (EBOs) সহ একটি খুচরা নেটওয়ার্ক রয়েছে। যার মধ্যে 30 জুন, 2021 পর্যন্ত বিশ্বব্যাপী 55টি 'শপ-ইন-শপস' রয়েছে৷ এই ব্র্যান্ডের মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরশাহিতে  12টি বিদেশি ইবিও রয়েছে। মূলত, এইসব দেশে বিপুল ভারতীয়দের কথা ভেবেই বাড়ানো হয়েছে ব্যবসা।IPO আনার বিষয়ে কোম্পানি জানিয়েছে, দেশের টিয়ার-II ও III শহরগুলিতে ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যেই এই অফার নিয়ে আসছে কোম্পানি।