ভাইজ্যাগ : এখনও দগদগে বিশ্বকাপ (World Cup 2023) ক্ষত। এবার সেটাই যেন ঘুরিয়ে খুঁচিয়ে দিলেন ম্যাথু হেডেন (Matthew Hayden)। প্রাক্তন অজি ব্যাটারের মজার ছলে খোঁচার নিশানা সূর্যকুমার যাদব। বলা ভাল, সদ্য সমাপ্ত বিশ্বকাপের কোনও ম্যাচেই সেভাবে বড় রান করতে পারেননি তিনি। ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের মাঝে সেটাই মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপ জয়ী দলের সদস্য।


ভাইজ্যাগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে আগুনে ছন্দে ব্যাট করেছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ভারতের টি-২০ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচেই দুরন্ত ৮০ রানের ইনিংসকে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছেন সূর্য। বিশ্বে এই মুহূর্তে টি-২০ ক্রিকেটে শীর্ষস্থানে থাকা ব্যাটার যখন ক্রিজে ব্যাটিিং তাণ্ডব চালাচ্ছেন তখন তাঁর ছন্দ দেখে ধারাভাষ্যে থাকা রবি শাস্ত্রী ভূয়সী প্রশংসা করছিলেন।


ধারাভাষ্যের মাঝে প্রশংসার সুরে রবি শাস্ত্রী বলে ওঠে, 'সেরা ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে থামাবেন কীভাবে ?' যার পরই তাঁকে পাল্টা খোঁচা দেন ম্যাথু হেডেন। শাস্ত্রীর যে মন্তব্যের পরই হেডেন খোঁচা সুরে বলে ওঠেন, 'ওকে শুধু বলো ম্যাচটা একদিনের আন্তর্জাতিক'। যেটুকু বলেই থেমে যান তিনি। হেডেন যে সদ্য সমাপ্ত বিশ্বকাপের মঞ্চে সূর্য-র সেভাবে ভাল খেলতে না পারার প্রসঙ্গ উল্লেখ করেছেন, সেটা বুঝতে পেরেছেন সকলেই। প্রাক্তন অজি ব্যাটারের যে মন্তব্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেটি সোশালে শেয়ার করেছেন পাকিস্তানের প্রাক্তনী শোয়েব আখতার।                        


প্রসঙ্গত, টি-২০ ক্রিকেটে দুরন্ত ছন্দে থাকলেও একদিনের ক্রিকেটে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সূর্যকুমার যাদব। এখনও পর্যন্ত ৩৭ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে খেলে ৪ টি অর্ধশতরান সহ ৭৭৩ রান করেছেন তিনি। যেখানে তাঁর গড় মাত্র ২৫.৭৬। উল্টোদিকে, টি-২০ ক্রিকেটে বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটার ৫৪ ম্যাচে ১৯২১ রান করেছেন তিনি। যেখানে ৩ টি দুরন্ত শতরান ও ১৬ টি অর্ধশতরান রয়েছে সূর্য-র দখলে। কুড়ির মঞ্চে সূর্য-র স্ট্রাইক রেট চোখ ধাঁধানো ১৭৩.৩৭। আর গড় ৪৫.৮৫।


আরও পড়ুন- মাহি-মন্ত্রেই ভোলবদল, রিঙ্কুকে ঠিক কী বলেছিলেন ধোনি ?



  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y