মুম্বই: এই মুহূর্তে জীবনের সেরা ফর্মে আছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছরে টেস্টে এক হাজারের বেশি রান করে ফেলেছেন তিনি। এ বছর ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রান তাঁর। শনিবার ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন অপরাজিত ১৪৭ রান করে একইসঙ্গে তিনটি নজির গড়েছেন ভারতের অধিনায়ক।
অধিনায়ক হিসেবে সচিন তেন্ডুলকরের দুটি রেকর্ড ছাপিয়ে গিয়েছেন কোহলি। সচিন অধিনায়ক হওয়ার পর কোনও টেস্ট সিরিজেই ৫০০ রান করতে পারেননি। কোহলি ইতিমধ্যেই দুটি সিরিজে পাঁচশোর বেশি রান করে ফেলেছেন। সুনীল গাওস্করের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দুটি টেস্ট সিরিজে পাঁচশোর বেশি রান করলেন কোহলি। ১৯৭৮-৭৯ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ এবং ১৯৮১-৮২ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০০ রান করেছিলেন গাওস্কর। ২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ৬৯২ রান করেছিলেন কোহলি। চলতি সিরিজে ইতিমধ্যেই পাঁচশোর বেশি রান করে ফেলেছেন তিনি।
আরও পড়ুন, ওয়ার্নার ব্যবধান কমালেও একদিনের র্যাঙ্কিংয়ে দুইয়ে কোহলি
অধিনায়ক হিসেবে শতরানের হিসেবেও সচিনকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। ৪৩ টেস্টে অধিনায়কত্ব করে ৮টি শতরান করেছিলেন সচিন। কোহলি সেখানে ৩৪ টেস্টে ৯টি শতরান করে ফেললেন। ভারতীয়দের মধ্যে এক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে শুধু গাওস্কর। ৭৪ টেস্টে ১১টি শতরান করার রেকর্ড আছে গাওস্করের। তবে কোহলি যে ফর্মে আছেন, তাতে এই রেকর্ডও টপকে যাওয়া সময়ের অপেক্ষা।
শনিবার সকালে দ্বিতীয় বলেই চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর ক্রিজে আসেন কোহলি। দিনের শেষেও অপরাজিত তিনি। অপরপ্রান্তে একের পর এক ব্যাটসম্যান ফিরে গেলেও, অবিচলিত ছিলেন কোহলি। টেস্টে ১৫-তম শতরান করলেন তিনি। ৫২ টেস্টে ৮৯ ইনিংসে ৪,০০০ রান করে ফেললেন ভারতের অধিনায়ক। এক্ষেত্রে ভারতীয়দের মধ্যে তিনি ষষ্ঠ দ্রুততম। এক ইনিংসে এই তিন নজির গড়ার পর এবার কোহলির লক্ষ্য ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
টেস্টে অধিনায়ক হিসেবে সচিনের রেকর্ড টপকালেন কোহলি
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2016 06:51 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -