ওয়ার্নার ব্যবধান কমালেও একদিনের র্যাঙ্কিংয়ে দুইয়ে কোহলি
Web Desk, ABP Ananda | 10 Dec 2016 04:33 PM (IST)
দুবাই: সাম্প্রতিক সময়ে বেশি একদিনের ম্যাচ না খেলেও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ৮৪৮ পয়েন্টে থাকা কোহলির চেয়ে ৬২ পয়েন্ট পিছিয়ে ছিলেন ওয়ার্নার। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে জোড়া শতরান করে এখন কোহলির চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছনে ওয়ার্নার। ফলে নিজের জায়গা ধরে রাখতে গেলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভাল পারফরম্যান্স দেখাতে হবে কোহলিকে। আরও পড়ুন, বিজয়ের পর বিরাটের শতরান, ইংল্যান্ডের রান টপকে গেল ভারত এই মুহূর্তে একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্স। তিনি কোহলির থেকে ১৩ পয়েন্ট এগিয়ে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স কোহলিকে শীর্ষে নিয়ে যেতে পারে। ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মা একদিনের ক্রিকেটে র্যাঙ্কিংয়ে প্রথম দশে আছেন। তিনি এখন ৯ নম্বরে। ইংল্যান্ড সিরিজে ভাল পারফরম্যান্স দেখিয়ে অবস্থান উন্নত করার চেষ্টা করবেন রোহিত।