রাজকোট: ঘরের মাঠ রাজকোটে চেতেশ্বর পূজারার খেলা দেখতে আজ হাজির ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। টেলিভিশন ক্যামেরা বারবার গ্যালারিতে বসে থাকা অরবিন্দ শিবলাল পূজারা (বাবা) ও স্ত্রী পূজাকে দেখাচ্ছিল। শিবলাল শান্তভাবেই বসে ছেলের খেলা দেখছিলেন। তবে পূজা নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না। পূজারা বাউন্ডারি মারলেই তাঁর স্ত্রীর উল্লাসের ছবি দেখা যাচ্ছিল। ৮৬ রানের মাথায় জাফর আনসারির বলে এলবিডব্লু হওয়ার পরেও ডিআরএস ব্যবহার করে যখন পূজারা নট আউট হলেন, তখন পূজার উল্লাস ছিল দেখার মতো।


 



পূজা ও চেতেশ্বর আদর্শ দম্পতি। তাঁদের সুখী জীবনের ছবি আজ মাঠেও দেখা গেল। চেতেশ্বর যখনই বল ফেস করছিলেন, তখনই পূজা উত্তেজিত হয়ে উঠছিলেন। বেন স্টোকসের একটি বাউন্সার চেতেশ্বরের হেলমেটে লাগার পর উৎকণ্ঠিত হয়ে পড়েন পূজা। পরে অবশ্য চেতেশ্বরের কিছু হয়নি দেখে তাঁর মুখে হাসি ফোটে।

আজ টেস্টে নবম শতরান করেছেন পূজারা। তাঁর এই শতরানের সাক্ষী থাকলেন পরিবারের লোকেরা। শতরান পূরণ হওয়ার পরেও পূজার উচ্ছ্বাস ছিল দেখার মতো।

আরও পড়ুন, পূজারা, বিজয়ের শতরান, বড় রানের পথে ভারতও