ইন্দওর:#অশ্বিনের স্পিনে নাজেহাল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৯৯ রানে। ৮১ রানে ছয় উইকেট নিয়ে কিউই ব্যাটিং লাইন-আপকে দুরমুশ করলেন অশ্বিন। টেস্ট কেরিয়ারে এই নিয়ে ২০ বার পাঁচ বা তার বেশি উইকেট পেলেন অশ্বিন। তাঁকে যোগ্যসঙ্গত দেন রবীন্দ্র জাদেজা। তিনি ৮০ রানে দখল করেন ২ উইকেট।
গুপ্তিল (৭২), ল্যাথাম (৫৩) ছাড়াও কিউই মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন জে নিশাম। তিনি ৭১ রান করে অশ্বিনের শিকার হন।
প্রথম ইনিংসে ভারত এগিয়ে রয়েছে ২৫৮ রানে।
অধিনায়ক কোহলি কিন্তু নিউজিল্যান্ডকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ১৮। ভারতের লিড বেড়ে হয়েছে ২৭৬ রান।
দুই রান নিতে গিয়ে কাঁধে চোট পেয়ে আহত ও অবসৃত হন ওপেনার গৌতম গম্ভীর। মুরলী বিজয় ১১ এবং চেতেশ্বর পূজারা ১ রানে উইকেটে রয়েছেন।সবমিলিয়ে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পথেই এগোচ্ছে ভারত। প্রথম দুটি টেস্ট জিতে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ভারত।
#ভারতের পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও ফের স্পিনের সামনে নিউজিল্যান্ড ব্যাটিং দুর্বলতায় ভুগছে। লাঞ্চের আগে মাত্র একটি উইকেট হারিয়েছিল।লাথামকে আউট করেছিলেন অশ্বিন। লাঞ্চের পরও আঘাত হানলেন সেই অশ্বিনই। তিনি পর পর তুলে নেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৮) এবং রস টেলর (০)কে। গুপ্তিল রান আউট হয়ে যান। তিনি ৭২ রান করেন।১৪৮ রানে চার উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর রঞ্চিও অশ্বিনের শিকার হন। কোনও রান না করেই তিনি ফিরে যান।
চলটি সিরিজের তৃতীয় টেস্টে ভারতের ৫ উইকেটে ৫৫৭ রান (ডিক্লেয়ার)-এর জবাবে ম্যাচের তৃতীয় দিন লাঞ্চ পর্যন্ত প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১২৫ রান। লাথামকে আউট করেছেন আর অশ্বিন। এর আগে অবশ্য নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন লাথাম। তিনি করেন ৫৩ রান। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিতে যোগ হয় ১১৮ রান। মার্টিন গুপ্তিল ৫৯ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন। গতকালের বিনা উইকেটে ২৮ রান হাতে নিয়ে খেলা শুরু করেছিল কিউইরা।
অশ্বিনের ৬ উইকেট, ২৯৯ রানে শেষ নিউজিল্যান্ডের প্রথম ইনিংস
ABP Ananda, web desk
Updated at:
10 Oct 2016 11:50 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -