রাঁচি: নিউজিল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের (Ind vs NZ) হার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। গেল গেল রব তোলার পক্ষপাতী নন। তামিলনাড়ুর ক্রিকেটার দলে খুব বেশি পরিবর্তনও চান না।


কিউয়িদের বিরুদ্ধে ম্যাচেও ব্যাটে-বলে নজর কেড়েছেন ওয়াশিংটন। তবু ভারতকে ম্যাচ হারতে হয়েছে। ম্যাচের পর তিনি বলেছেন, 'একটা ম্যাচে পরাজয় নিয়ে হইচই করা ঠিক নয়। আমার মনে হয় না পিচ থেকে স্পিনাররা বেশি সাহায্য পেয়েছে বলে খুব বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটাই তো পরাজয়। আমরা যদি দুর্দান্ত খেলে জিততাম তাহলে এত কথা হতো না। অবশ্যই পিচে বল ঘুরেছে। এরকম হতেই পারে।'


ওয়াশিংটন যোগ করেছেন, 'আমরা আইপিএলে এরকম উইকেটে খেলেছি। ভারতের হয়েও খেলেছি। এটাকে একটা ম্যাচে হার হিসাবে দেখা উচিত যেখানে কয়েকটা জিনিস আমাদের পক্ষে যায়নি।'


ভারতের টপ অর্ডার রান পায়নি। তাহলে কি ব্যাটিং অর্ডারের শুরুর দিকে পরিবর্তন করা উচিত? ওয়াশিংটন হেসে জবাব দেন, 'আপনার সত্যি মনে হয় পরিবর্তন জরুরি? একটা রেস্তোরাঁয় নিজের প্রিয় বিরিয়ানি না পেলে সেই রেস্তোরাঁয় কি আর যাবেন না? ওদের সকলেই প্রচুর রান করেছে। একটা দিন খারাপ খেলেছে। এরকম হতেই পারে। নিউজিল্যান্ডও তো একটা ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। তার মানে এই নয় যে, ওদের টপ অর্ডার পরিবর্তন করতে হয়েছে। এটা এমন একটা খেলা যেখানে সব কিছু হতে পারে। আমাদের ধৈর্য ধরতে হবে। দিনের শেষে এটা একটা খেলা যেখানে দুই দলই জিততে পারে না আর ২২ জন ক্রিকেটারই সফল হতে পারে না। সকলে অনেক পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে।'


শুক্রবারের আগে পর্যন্ত রাঁচিতে কোনও টি-টোয়েন্টি ম্যাচ না হারার কীর্তি ছিল টিম ইন্ডিয়ার। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনটিই জিতেছিল ভারত। যার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একটি ম্যাচ জিতেছিল ভারত। যদিও শুক্রবার সেই রেকর্ড ভেঙে গেল। রাঁচিতে ভারতকে ২১ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। সেই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।


শুক্রবার ভারতের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়ে গিয়েছিলেন সস্ত্রীক মহেন্দ্র সিংহ ধোনি। মাঠের জায়ান্ট স্ক্রিনে তাঁকে দেখাতেই জয়োধ্বনি দিল জনতা। কিন্তু নিজের শহরে বসে দলের হার দেখে যেতে হল মাহিকে। 



আরও পড়ুন: নিষেধাজ্ঞা উঠতেই নতুন স্ট্রাইকারকে দলে নিল ইস্টবেঙ্গল