মোহালি: টেস্ট দলে প্রত্যাবর্তনের পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সেই ধারা অব্যাহত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও। মোহালিতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঝলমলে সেঞ্চরি এল তাঁর ব্যাট থেকে। তাঁর ব্যাটিং দাপটে মোহালি টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত। 


শ্রেয়স আয়ার আউট হওয়ার পর বাইশ গজে নেমেছিলেন জাডেজা। ঋষভ পন্থের (৯৬) সঙ্গে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ১০০-র বেশি রান যোগ করেছেন জাডেজা। এরইমধ্যে টেস্টে তাঁর দ্বিতীয় শতরান করলেন জাডেজা। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের প্রথম ইনিংসে উঠেছে ৭ উইকেটে ৪৬৮ রান। ১৬৬ বলে ১০২ রান করে ক্রিজে রয়েছেন জাডেজা। তাঁর ইনিংসে রয়েছে ১০ টি বাউন্ডারি। 


উল্লেখ্য, এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি তাঁর শততম টেস্টে ৮ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেন। ঋষভ পন্থ ৯৭ বলে ৯৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন। প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৫৭। প্রথম দিনে পন্থের বিধংসী ব্য়াটিংয়ে ভর করে তৃতীয় সেশনে ম্যাচের রাশ ভারত নিজেদের হাতে তুলে নেয়। পন্থ তাঁর নবম টেস্ট হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন। যখন সেঞ্চুরি প্রায় নিশ্চিত মনে করা হচ্ছিল, তখনই আউট হয়ে যান পন্থ। এর আগে ওপেনার হনুমা বিহারী টেস্টে তাঁর ষষ্ঠ হাফসেঞ্চুরি করেন এবং ৫৮ রানে আউট হন। কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে ৯০ রান যোগ করেন হনুমা। 


এরপর চার ওভারের মধ্যে জোড়া আঘাত হেনে পরিস্থিতি সামল দেয় শ্রীলঙ্কা। ৪৭ তম ওভারে হনুমা আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ১৭৫। 


আজ সেঞ্চুরির পর পরিচিত ভঙ্গিতে সাফল্য উদযাপন করতে দেখা যায় জাডেজাকে।