মোহালি: দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। এখন থেকেই বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দেশ। পিছিয়ে নেই ভারতও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শক্তি-দুর্বলতা জরিপ করে নিতে ভারতের হাতে পড়ে রয়েছে তিনটিমাত্র আন্তর্জাতিক ম্যাচ। তাই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে।
আর সেই সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৮/৫ স্কোরে আটকে রাখল ভারত। একমাত্র মহম্মদ নবি ছাড়া আর কোনও আফগান ব্যাটারই ভারতীয় বোলারদের বিব্রত করতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ৪২ রান করেন নবি।
আফগানিস্তানের দুই ওপেনার সতর্ক শুরু করেছিলেন। পাওয়ার প্লে-তে কোনও উইকেট হারায়নি আফগানিস্তান। তখন মনে করা হয়েছিল যে, শেষ লগ্নে ঝড় তুলবেন আফগানরা। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা রহমানুল্লাহ গুরবাজ ২৩ ও অধিনায়ক ইব্রাহিম জাদ্রান ২৫ রান করে ফেরেন। আজমাতুল্লাহ ওমরজাই ২৯ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট মুকেশ কুমার ও অক্ষর পটেলের। শিবম দুবে নিয়েছেন এক উইকেট।
মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে বোলারদের পারফরম্যান্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও রোহিত জানিয়েছিলেন, বিশেষ কোনও কারণে এই সিদ্ধান্ত নয়। বলেছিলেন, 'পিচ ভাল। এখানে পিচের চরিত্রে দুই ইনিংসে বড় কোনও বদল হয় না।' পাশাপাশি এই সিরিজ যে তাঁদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, জানিয়েছিলেন রোহিত। বলেছিলেন, 'এই তিন ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার রয়েছে। বিশ্বকাপের আগে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ হাতে নেই। আইপিএল আছে। কিন্তু এটা আন্তর্জাতিক ক্রিকেট আর আমরা কয়েকটা জিনিস দেখে নেওয়ার চেষ্টা করব। আমি রাহুল ভাইয়ের সঙ্গে (রাহুল দ্রাবিড়) কথা বলেছি। কম্বিনেশন নিয়ে আলোচনা হয়েছে। দল হিসাবে কী করা উচিতস তা নিয়েও কথা হয়েছে। সেগুলোই করার চেষ্টা করব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জেতা।'
কুঁচকির চোটের জন্য এই ম্যাচে খেলতে পারছেন না যশস্বী জয়সওয়াল। তাঁর পরিবর্তে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেছেন শুভমন গিল।
আরও পড়ুন: ৫১ পূর্ণ করলেন দ্রাবিড়, জন্মদিনে দ্য ওয়ালের কেরিয়ারের ৯ কোহিনূর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে