মোহালি: টি-টোয়েন্টি ফর্ম্যাটে তাঁরা বিশ্বের তাবড় দলকেও চাপে ফেলে দেন। অঘটন ঘটান। তাঁদের দলের একাধিক ক্রিকেটার বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপটের সঙ্গে খেলে বেড়াচ্ছেন। তবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারলেন না আফগানরা (IND vs AFG)। মোহালিতে ১৫ বল বাকি থাকতে কার্যত একপেশেভাবে আফগানিস্তানকে হারাল ভারত। ৬ উইকেটে।


ভারতের যে জয় দলগত পারফরম্যান্সের ফসল। প্রথমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। তারপর ব্যাটারদের সাবলীল ব্যাটিং। শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে অধিনায়ক রোহিত শর্মার শুরুতেই রান আউটের ধাক্কা তাই কাবু করতে পারল না টিম ইন্ডিয়াকে।


লক্ষ্য ১৫৯ রানের। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন রোহিত। কোনও রান না করে। মিড অফে বল মেরেই রান নিতে দৌড়েছিলেন। অপর প্রান্তে থাকা শুভমন দেখলেনই না। আউট হয়ে মেজাও হারালেন রোহিত। মাঠেই সতীর্থকে দুষলেন।


তবে গিল (২৩), তিলক বর্মা (২৬), জিতেশ শর্মারা (৩১) দলকে চাপে পড়তে দেননি। যদিও ব্যাটিংয়ে সবচেয়ে বেশি নজর কাড়লেন শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের হয়ে গত আইপিএলে যাঁর নবজন্ম হয়েছিল। বৃহস্পতিবার বল হাতে নিয়েছিলেন এক উইকেট। পরে ব্যাট করতে নেমে ৪০ বলে ৬০ রানে অপরাজিত রইলেন। ৯ বলে ১৬ রান করে অপরাজিত রইলেন রিঙ্কু সিংহ।


দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। এখন থেকেই বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দেশ। পিছিয়ে নেই ভারতও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শক্তি-দুর্বলতা জরিপ করে নিতে ভারতের হাতে পড়ে রয়েছে তিনটিমাত্র আন্তর্জাতিক ম্যাচ। তাই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। 


আর সেই সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৮/৫ স্কোরে আটকে রাখল ভারত। একমাত্র মহম্মদ নবি ছাড়া আর কোনও আফগান ব্যাটারই ভারতীয় বোলারদের বিব্রত করতে পারেননি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ৪২ রান করেন নবি। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট মুকেশ কুমার ও অক্ষর পটেলের। শিবম দুবে নিয়েছেন এক উইকেট।


আরও পড়ুন: ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা ভুবনেশ্বরই কাঁটা বাংলার, অভিষেকের অপেক্ষায় সূরজ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে