ইন্দোর: হেসেখেলে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও (T20 Match) ৬ উইকেটে জিতে নিল ভারতীয় দল। ১৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেট খুঁইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান ১৫.৪ ওভারেই তুলে নিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকালেন যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে। ২৯ রানের ঝোড়ো ইনিংস খেললেন ১৪ মাস পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা বিরাট কোহলি (Virat Kohli)। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। ২০১৯ সালের জুন মাসের পর থেকে ঘরের মাঠে নেমে ১৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলল ভারত। তার মধ্যে ১৩টি সিরিজে জয় ও ২টো সিরিজ ড্র করেছে তারা। অর্থাৎ গত চার বছরে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলে এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া।
বিরাট কোহলি ফিরেছিলেন। তিনি কখন ব্যাট হাতে নামবেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন হোলকার স্টেডিয়ামের দর্শকরা। আগের ম্য়াচে রান আউট হওয়ার পর এদিন খাতা খোলার আগেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। বিরাট মাঠে নামেন। আর শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। উল্টোদিকে ছিলেন শুভমন গিলের বদলে দলে সুযোগ পাওয়া যশস্বী জয়সওয়াল। কোহলি ফিরে যাওয়ার পর দুবের সঙ্গে জুটি বাঁধেন যশস্বী। দুজনে মিলে ৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আর সেখানেই ম্যাচের দেওয়াল লিখন লেখা হয়ে গিয়েছিল। ৩৪ বলে ৬৮ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান জয়সওয়াল। অন্যদিকে শিবম দুবে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্য়াচেও অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেললেন। এদিন ৩২ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন তিনি। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটার। রিঙ্কু সিংহ ৯ রান করে অপরাজিত থাকেন। আফগান বোলারদের মধ্যে করিম জনাত ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন ফারুখি ও নবীন উল হক।
এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭২ রান বোর্ডে তুলে নিয়েছিল আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন রহমনউল্লাহ গুরবাজ ও অধিনায়ক ইব্রাহিম জাদরান। প্রথম দুই ওভারে অর্শদীপ ও মুকেশ মিলে ২০ রান দেন। রোহিত আক্রমণে নিয়ে আসেন রবি বিষ্ণোইকে। প্রথম ওভারেই উইকেট তুলে নেন বিষ্ণোই। শিবম দুবের হাতে ক্যাচ দিয়ে ১৪ রান করে ফিরে যান ক্রমশ বিপজ্জ্বনক হয়ে ওঠা গুরবাজ। ইব্রাহিম ৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন অক্ষর পটেলের বলে। এরপর আজমাতউল্লাহ ২ রান করে শিবম দুবের বলে আউট হন। এদিন তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন গুলবদিন নইব। আফগানিস্তান শিবিরে কিছুটা অক্সিজেনের জোগান দেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন এদিন। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান গুলবদিন। শেষ পর্যন্ত রবি বিষ্ণোই তাঁকেও ফিরিয়ে দেন। নবি ১৪ রান করেন। নাজিবুল্লাহ জাদরান ২১ বলে ২৩ রানের ইনিংস খেলেন।