Amazon Great Republic Day Sale 2024: নতুন বছরে নতুন ফোন (New Smartphone) কিনবেন ভাবছেন? আপনার বাজেট যদি ২৫ থেকে ৩০ হাজার টাকা হয়, তাহলে অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে (Amazon Great Republic Day Sale 2024) একবার নজর দিতেই পারেন। বেশ কয়েকটি ফোন এই দামের রেঞ্জে পাওয়া যাচ্ছে। এছাড়াও ক্রেতারা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কার্ড এবং ইএমআই- এর মাধ্যমে ফোন কেনেন, তাহলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এর সঙ্গে থাকছে এক্সচেঞ্জ অফার। মিড-রেঞ্জ স্মার্টফোন অর্থাৎ মাঝারি দামে (২৫ থেকে ৩০ হাজারের মধ্যে, কিছু আবার ২৫ হাজারের কমে) কোন কোন ফোন অ্যামাজন থেকে কেনা যাবে, দেখে নেওয়া যাক।
ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি
এই ফোনে ৬.৭৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে, যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ চিপসেট। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সফটওয়্যারের সাহায্যে এই ফোন পরিচালিত হবে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোনে। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন কেনা যাবে ২৬,৯৯৯ টাকায়।
আইকিউওও নিও ৭ ৫জি
এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। এই ৫জি ফোনের প্রসেসরের সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে আইকিউওও সংস্থার এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে যার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ২৪,৯৯৯ টাকায়।
ভিভো ওয়াই২০০ ৫জি
এই স্মার্টফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর ও ২ মেগাপিক্সেলের আর একটি সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ভিভো ওয়াই২০০ ৫জি ফোনে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ২১,৯৯৯ টাকায়।
রিয়েলমি নারজো ৬০ প্রো
এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের ডিসপ্লের উপর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ২৩,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি
এই ফোনে ৬.৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এটি একটি Super AMOLED স্ক্রিন যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ চিপসেট রয়েছে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম রয়েছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন কেনা যাবে ২৫,৪৯৯ টাকায়।