সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারতের হয়ে একা কুম্ভ হয়ে লড়াই চালালেন রোহিত শর্মা। অজি বোলারদের শাসন করল তাঁর ব্যাট। কিন্তু তাঁর একক প্রচেষ্টা সফল হল না। ভারতকে ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
যদিও রোহিতের ১২৯ বলে ১৩৩ রানের ইনিংস ব্যাটিং অর্ডারে প্রাথমিক বিপর্যয় সত্ত্বেও জয়ের আশা জিইয়ে রেখেছিল। তাঁর আউট হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য ভারতের পরাজয় নিশ্চিত হয়ে যায়।



অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে এটি ছিল চতুর্থ সেঞ্চুরি রোহিতের, যা বিশ্বের ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক। এর আগে এই নজির ছিল ক্যারিবিয়ান কিংবদন্তী ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের দখলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি সেঞ্চুরি রয়েছে তাঁর।
১১০ বলে সেঞ্চুরি পূর্ণ করে রোহিত একদিনের ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২২ টি শতরানের রেকর্ড স্পর্শ করলেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (৪৯) এবং বিরাট কোহলি (৩৮)।