নয়াদিল্লি: ফের বোর্ডের প্রশাসকদের কমিটির (কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ) দুই সদস্য বিনোদ রাই ও ডায়ানা এডুলজির মতবিরোধ প্রকাশ্যে চলে এল। হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা নিয়ে সিওএ-র দুই সদস্য দুই মেরুতে।
বিনোদ রাই চাইছেন দুই তারকার বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করতে। যাতে অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ওয়ান ডে সিরিজের মাঝেই একটা ফয়সালা হয়ে যায়। যদিও তাতে সায় নেই এডুলজির। তাঁর আশঙ্কা, তাতে ব্যাপারটা ধামাচাপা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠতে পারে।
কর্ণ জোহরের টেলিভিশন শো-তে গিয়ে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে হার্দিক ও রাহুল। অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই ক্রিকেটারকে নির্বাসিত করেছে বোর্ড। নতুন করে শো কজও করা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরানো হয়েছে হার্দিক ও রাহুলকে।
দ্রুত তদন্ত শেষ করার প্রস্তাব দিয়ে এডুলজিকে ই-মেল করেছিলেন বিনোদ রাই। লিখেছিলেন, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগেই তদন্ত প্রক্রিয়া শেষ করা উচিত কারণ কয়েকজন ক্রিকেটারের অপরাধের জন্য গোটা দলের শক্তির সঙ্গে আপস করা ঠিক নয়। যদিও এডুলজি পাল্টা ই-মেল করে লিখেছেন, তদন্ত নিয়ে কোনও তাড়াহুড়ো করা উচিত নয় কারণ তখন মনে হতে পারে ব্যাপারটা আমরা ধামাচাপা দিতে চাইছি। তিনি চান সিওএ সদস্য এবং বোর্ড কর্তারাও থাকুক তদন্ত কমিটিতে।
হার্দিক-রাহুলের বিরুদ্ধে তদন্ত নিয়ে ফের সিওএ-তে মতবিরোধ, দ্রুত তদন্ত শেষ করতে চান বিনোদ, সায় নেই ডায়ানার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2019 04:25 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -