#ভারতের স্পিন বোলারদের মোকাবিলায় সমস্যায় পড়েছে। শুরুটা ভালো করলেও ভারতের স্পিনার-ত্রয়ীর বোলিংয়ে ১৫০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলেছে তারা। জয়ন্ত যাদব শন মার্শকে আউট করার পর জাদেজার বলে আউট হন হ্যান্ডসকোম্ব (২২ রান)। ১৪৯ রানে তৃতীয় উইকেটের পতন হয়। এরপরই আর অশ্বিন স্টিভ স্মিথকে আউট করে ভারতীয় শিবিরে স্বস্তি এনে দেন। স্মিথ ২৭ রান করেন। ১৪৯ রানেই চতুর্থ উইকেটের পতন হয় অস্ট্রেলিয়া।
#৫০ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১২৮ রান।
#১১৯ রানে দ্বিতীয় উইকেটের পতন অস্ট্রেলিয়ার। শন মার্শকে আউট করলেন জয়ন্ত যাদব। তিনি ১৬ রান করেন।
#ডেভিড ওয়ার্নারকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন উমেশ যাদব। ৮২ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে। ওয়ার্নার ৩৮ রান করে উমেশের বলে বোল্ড হয়ে যান। এরপরই রিটায়ার্ড হার্ট হয়ে যান অন্য ওপেনার এম রেনশ।লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৩৩ ওভারে ১ উইকেটে ৮৪।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। গতকালই স্মিথ বলেছিলেন, পিচ দেখে তাঁর মনে হয়েছে, প্রথম দিন থেকেই বল ঘুরবে। এজন্য তিনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিলেন। দলে রেখেছেন দুই স্পিনারকে।
অন্যদিকে, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি আশা প্রকাশ করেছেন যে, টস জেতা বা হারায় কোনও প্রভাব পড়বে না। অস্ট্রেলিয়াকেও সিরিজে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর ভারত।
ভারত: মুরলী বিজয়, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে,ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব।