নয়াদিল্লি: টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে ভারতকে। টসের পরই রোহিত শর্মা (Rohit Sharma) আক্ষেপের সুরে বলছিলেন, 'পিচ বেশ শুকনো। প্রথমে ব্যাট করে নিতে চেয়েছিলাম আমরাও।' প্রথমে ব্যাটিং করে বিপক্ষের ঘাড়ে বড় রানের বোঝা চাপিয়ে দাও। আর তারপর স্পিন অস্ত্রে প্রতিপক্ষ ব্যাটিংকে ফালাফালা করে দাও। এই নকশা নিয়েছিল ভারতীয় শিবির।


টস হেরে প্রথম ফিল্ডিং করতে হলেও অস্ট্রেলিয়া শিবিরকে প্রথম দিনই ঘূর্ণি-পাকে ফেললেন আর অশ্বিন (R Ashwin)। তামিলনাড়ুর অফস্পিনার এক ওভারে তুলে নিলেন জোড়া উইকেট। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটার স্টিভ স্মিথও (Steve Smith)। কোনও রান করার আগেই কট বিহাইন্ড হয়ে গেলেন স্মিথ। অশ্বিনের বলে। তার ২ বল আগে মার্নাস লাবুশানকে ফিরিয়েছেন অশ্বিন। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনেই চাপে অস্ট্রেলিয়া। লাঞ্চ ব্রেকে অজিদের স্কোর ৯৪/৩।


শুরুতে দাপট দেখান ভারতীয় পেসাররা। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের গতিতে বিপাকে পড়ে যান অজি ব্যাটাররা। সবচেয়ে বড় সমস্যায় পড়েন ডেভিড ওয়ার্নার। সিরাজের বল তাঁর হেলমেটে আঘাত করে। শামির বল লাগে কনুইয়ে। শুশ্রূষা নিতে হয় ওয়ার্নারকে। শামির বলে তিনি এলবিডব্লিউ হয়ে গিয়েছিলেন। তবে ডিআরএস নিয়ে প্রাণরক্ষা হয়। যদিও ক্রিজে ওয়ার্নারের আয়ু বেশিক্ষণ টেকেনি। ৪৪ বলে ১৫ রান করে শামির বলেই ফেরেন তিনি।


তবে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে একমাত্র ভরসা দিচ্ছেন উসমান খাওয়াজা। ৭৪ বলে ৫০ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সঙ্গে ১ রান করে রয়েছেন ট্রাভিস হেড।


সিরিজের প্রথম ম্যাচ হেরে ০-১ পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া (Ind vs Aus)। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর লড়াই অস্ট্রেলিয়ার। আর সেই ম্যাচে টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ভারতের বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে পর্যুদস্ত হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test) জিতে তাই সিরিজে ফিরতে মরিয়া অজিরা। এই ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলে বদলের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। সেই মতো দলে পরিবর্তন করেই নয়াদিল্লিতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামল অস্ট্রেলিয়া।                            



আরও পড়ুন: হাসপাতালে শয্য়াশায়ী তারকা ফাস্ট বোলার, চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার