ম্যাকায়: ঝুলন গোস্বামীর ফুলটস বলে ব্যাট চালিয়ে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন নিকোলা ক্যারি। ভারতীয় শিবির উৎসবে মাতোয়ারা। ২ রানে হারিয়ে দেওয়া গিয়েছে প্রবল শক্তিধর প্রতিপক্ষ। সেই সঙ্গে ভেঙে গিয়েছে অস্ট্রেলিয়ার টানা ২৫ ম্যাচ জয়ের রেকর্ড। মাঠে টিম হাডল করে তখন নাচতে শুরু করে দিয়েছেন ঝুলন গোস্বামী-রিচা ঘোষ-মিতালি রাজরা।


কিন্তু সকলের সম্বিৎ ফিরল কিছুক্ষণ পর। কারণ, বলের উচ্চতা বেশি ছিল কি না, তৃতীয় আম্পায়ারের মতামত চাইলেন মাঠের দুই আম্পায়ার। এবং, দীর্ঘক্ষণ রিপ্লে দেখার পর তৃতীয় আম্পায়ার ঘোষণা করলেন, ঝুলনের ফুলটস বলের উচ্চতা ব্যাটারের কোমরের ওপরে ছিল। যে কারণে বলটিকে নো বল দেওয়া হয়। ফ্রি হিট পায় অস্ট্রেলিয়া। শেষ বলে অজিদের জেতার জন্য প্রয়োজন ছিল ২ রান। ঝুলনের শেষ বল মিড উইকেটে ঠেলে দৌড়ে ২ রান নিয়ে নেন ক্যারি।


অল্পের জন্য় রক্ষা পেল অস্ট্রেলিয়ার অশ্বমেধের অভিযান। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। প্রথম ওয়ান ডে-তে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে উড়িয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্য়াচ জিততে হল কষ্ট করে। তবে তিন ওয়ান ডে ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল অজিরা। সেই সঙ্গে টানা ২৬ ওয়ান ডে জিতে নতুন কীর্তি গড়ল মেগ ল্যানিংয়ের দল।


শুক্রবার প্রথম ব্যাটিং করে ভারত তুলেছিল ২৭৪/৭। ভারতের দুই ওপেনার ১১.১ ওভারে ৭৪ রান যোগ করেন। শেফালি ২৩ বলে ২২ রান করে আউট হলেও, ক্রিজে জমে গিয়েছিলেন স্মৃতি মান্ধানা। আগের ম্যাচে রান পাননি। এই ম্যাচে স্মৃতি করলেন দলের সর্বোচ্চ ৮৬ রান। রান পেয়েছেন শিলিগুড়ির রিচা ঘোষ (৪৪), পূজা বস্ত্রাকর (২৯), ঝুলন (২৮ নঃ আঃ) ও দীপ্তি শর্মা (২৩)।


জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকে পরপর উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ঝকঝকে সেঞ্চুরি করেন বেথ মুনি। ১৩৩ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ৭৭ বলে ৭৪ রান করেন টাহিলা ম্যাকগ্রা। ৩৮ বলে ৩৯ করেন নিকোলা। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। ঝুলন গোস্বামী দুটি নো বল করে বসেন। যার মধ্যে একটি বল আছড়ে পড়ে ব্যাটারের হেলমেটে। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।