নাগপুর: মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পরাজিত হয়েছে ভারত। নাগপুরে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নাগপুরে মুখোমুখি হবে দুই দল। তবে ম্যাচের আগের দিন মাঠে অনুশীলনই করতে পারলেন না রোহিত শর্মারা (Rohit Sharma)। বৃষ্টির জেরে ব্যাহত হল ভারতীয় দলের (Indian Cricket Team) বৃহস্পতিবারের অনুশীলন। 


ইন্ডোরে অনুশীলন


গতকালই মোহালি ছেড়ে নাগপুরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ভারতীয় বোর্ডের তরফে জাতীয় দলের নাগপুর পৌঁছনোর ভিডিও পোস্ট করা হয়। কাল পৌঁছনোর পর আজ ম্যাচের আগের দিন হিসেবমতো জোরকদমে অনুশীলনে নেমে যাওয়ার কথা ভারতীয় দলের। তবে এমনটা সম্ভব হয়নি। বৃষ্টির জেরে বাতিলই করতে হল ভারতীয় দলের অনুশীলন। মাঠে অনুশীলনের বদলে টিম ইন্ডিয়াকে ইন্ডোরেই নিজেদের অনুশীলন সারতে হবে। ইন্ডোরে অনুশীলনের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়রা জিমেও কিছুটা সময় কাটাবেন।


 






মোহালিতে দুইশোর অধিক রান করেও 'ডেথ ওভারে' বোলারের ব্যর্থতায় রান ডিফেন্ড করতে সক্ষম হয়নি টিম ইন্ডিয়া। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজে লড়াইয়ে টিকে থাকতে ভারতীয় দলকে নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিততেই হবে। তবে পরিবেশের যা অবস্থা, তাতে ম্যাচেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েইছে। ভারত সিরিজে প্রত্যাবর্তন করতে পারে কি না এবং আদৌ বৃষ্টি ম্যাচে প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার বিষয়। 


ক্ষুব্ধ রোহিত


ম্যাচ শেষে হারের কারণ হিসাবে বোলারদের খারাপ বোলিং এবং ফিল্ডারদের ক্যাচ ছাড়ার দিকেই আঙুল তুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'আমার মনে হয় আমরা একেবারেই ভাল বল করতে পারিনি। ফিল্ডিংয়েও আমরা সুযোগ হাতছাড়া করেছি। ২০০ রান কিন্তু কম নয়। এছাড়া আর বিশেষ কিছু বলার থাকে না। আমরা ব্যাটিংটা বেশ ভালই করেছি। এই ম্যাচে আমরা কী ভুল করেছি সেটা বুঝে নিয়ে পরবর্তী ম্যাচগুলিতে তা শুধরে নেওয়ার সুযোগ রয়েছে। আমরা টিম ডেভিড এবং ওয়েডের মধ্যের পার্টনারশিপ ভাঙতে পারিনি। ওরা মনে হয় ৩২ বলে ৬০ রান মতো যোগ করেছে। এই পার্টনারশিপই আমার মনে হয় ম্যাচ ঘুরিয়ে দেয়।'


আরও পড়ুন: টেক্কা বাবরকে, সূর্যকুমারের সামনে শুধু মারক্রাম ও রিজওয়ান