নয়াদিল্লি: সিরিজের প্রথম ম্যাচ হেরে ০-১ পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া (Ind vs Aus)। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর লড়াই অস্ট্রেলিয়ার। আর সেই ম্যাচে টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।
ভারতের বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে পর্যুদস্ত হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test) জিতে তাই সিরিজে ফিরতে মরিয়া অজিরা। এই ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলে বদলের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। সেই মতো দলে পরিবর্তন করেই নয়াদিল্লিতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামল অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টে সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই ট্রাভিস হেডকে একাদশ থেকে বাদ দিয়েছিল অস্ট্রেলিয়া দল। দলের টপ অর্ডারে একগুচ্ছ বাঁ-হাতি ব্যাটার থাকায় হেডের বদলে পিটার হ্যান্ডসকম্বকে একাদশে সুযোগ দেওয়া হয়। প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। দ্বিতীয় টেস্টে কিন্তু হেডকে আবার একাদশে ফেরানোরই ইঙ্গিত দিয়েছিলেন কামিন্স। অজি অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, 'ট্রাভিস সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছে এবং নিজের খেলার নিয়ে বেশ খাটছেও। হেড দলের সকলকে সব পরিস্থিতিতেই মাতিয়ে রাখে। প্রথম টেস্ট ম্যাচেও ওকে নিয়ে আলোচনা হয়েছিল এবং এই টেস্টের আগেও ওকে একাদশে সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।'
সেই মতো হেডকে ফেরানো হল। ম্যাট রেনশ-র পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিলেন তিনি। তবে মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিন খেলছেন না। চোটের জন্য মিচেল স্টার্ক ও ক্যামেরন গ্রিনকে নাগপুরে পাইনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টেও দলে ফিতে পারলেন না তাঁরা। স্কট বোল্যান্ডের পরিবর্তে ম্যাথিউ কানেমনকে খেলাচ্ছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, চেতেশ্বর পূজারা তাঁর একশোতম টেস্ট ম্যাচ খেলছেন। ভারতীয় দলে একটিই পরিবর্তন হয়েছে। সূর্যকুমার যাদবের পরিবর্তে খেলছেন শ্রেয়স আইয়ার।
প্রথম ওভারেই মহম্মদ শামির বলে এলবিডব্লিউ হয়ে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ডিআরএস নেন তিনি। তাতেই প্রাণরক্ষা হয় অজি ওপেনারের।
আরও পড়ুন: হাসপাতালে শয্য়াশায়ী তারকা ফাস্ট বোলার, চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার