চেন্নাই: ব্যর্থ হল ব্যাট হাতে বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্যর লড়াই। অস্ট্রেলিয়ার কাছে চেন্নাইয়ে সিরিজের নির্ণায়ক ম্যাচে ২১ রানে হেরে গেল ভারত। সেই সঙ্গে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজও হেরে বসল টিম ইন্ডিয়া (Ind vs Aus)। অস্ট্রেলিয়ার ২৬৯ রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল।
প্রথম ওয়ান ডে ম্যাচে জিতেছিলেন রোহিত শর্মারা। দ্বিতীয় ওয়ান ডে-তে অবশ্য মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। সিরিজ ১-১ অবস্থায় নেমেছিল তৃতীয় ওয়ান ডে-তে। এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করেছিল সিরিজের ভাগ্য।
দিনের শুরুতে মনে হয়েছিল, ভারতই সুবিধাজনক জায়গায়। কারণ, পরপর তিন ম্যাচে পঞ্চাশ ওভার খেলতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররা। শুরুটা ভাল করেছিলেন শন মার্শ-ট্র্যাভিস হেডরা। কিন্তু হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদবদের আঁটসাঁট বোলিংয়ে ২৬৯ রানই বোর্ডে তুলতে পারেন অজিরা। হয়তো আরও আগেই শেষ হয়ে যেত অজিদের ইনিংস। তবে লোয়ার অর্ডারে শন অ্যাবট, অ্যাস্টন আগর, মিচেল স্টার্কদের ব্যাটিং লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেয় অস্ট্রেলিয়াকে।
টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ডেভিড ওয়ার্নার এদিন একাদশে ফিরেছিলেন। তবে তিনি ওপেনিংয়ে নামেননি। গত ম্যাচের জয়ের কারিগর জুটি মার্শ ও হেডই এদিন নেমেছিলেন ওপেনিংয়ে। এদিনও ওপেনিং জুটি অস্ট্রেলিয়াকে ভরসা দিল। ৬৮ রান বোর্ডে তুলে নেয় অজি ওপেনিং জুটি। ১১ তম ওভারে শেষে প্রথম আঘাত হানেন হার্দিক পাণ্ড্য। ৩৩ রান করে ফিরে যান হেড। থার্ড ম্যানে দারুণ ক্যাচ নেন কুলদীপ যাদব। অধিনায়ক স্মিথ আরও একবার হার্দিকের শিকার হলেন। ইনিংসের ১৩ তম ওভারে এসে অজি অধিনায়ককে খাতা খোলার আগেই ফিরিয়ে দেন হার্দিক। পাঁচ নম্বরে নেমে ২৩ রান করেই প্যাভিলিয়ন ফিরতে হয় ওয়ার্নারকে। কুলদীপ যাদবের বলে ক্যাচ আউট হন তিনি। ক্রিজে সেট হয়ে যাওয়া মার্শ ৪৭ রান করে অর্ধশতরানের একদম সামনে ছিলেন। তাঁকে ফিরিয়ে দেন হার্দিক। একটা সময় ১৩৮ রানে অস্ট্রেলিয়ার ৫ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। সেখান থেকে স্টোইনিস, অ্যাবট, আগররা মিলে দলের স্কোর ২৬৯ এ পৌঁছে দেন। হার্দিক ও কুলদীপ ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে ২টো করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও অক্ষর পটেল।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা খারাপ হয়নি। ৯ ওভারে ৬৫ রান যোগ করেন রোহিত ও শুভমন গিল। কিন্তু প্রত্যেকেই ক্রিজে সেট হয়ে আউট হন। সূর্যকুমার যাদব ফের ফিরলেন শূন্য রানে। পাল্টা লড়াই করেছিলেন একমাত্র বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্য। বিরাট ৫৪ রানে ফেরেন। হার্দিক ৪০ বলে ৪০ রান করে ফিরতেই ভারতের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
আরও পড়ুন: প্র্যাক্টিসে হাজির নতুন বিস্ময় স্পিনার, প্রতিপক্ষদের হুঁশিয়ারি কেকেআরের