ঢাকা: মহালয়ার দুপুরে বিপর্যয় বাংলাদেশে (Bangladesh News)। নৌকাডুবি হয়ে সেখানে ২৪ জনের মৃত্যু (Boat Capsized)। এখনও বেশ কয়েক জন নিখোঁজ বলে জানা গিয়েছে। করতোয়া নদীতে উল্টে যায় নৌকাটি (River Accident)। মৃতদের মধ্যে আট শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। বোদা প্রশাসনের তরফে দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। প্রশাসন পরিস্থিতির তদারকি করছে।
মহালয়ার দুপুরে নৌকাডুবি বাংলাদেশে
রবিবার দুপুর দেড়টা নাগাদ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকা থেকে অনতিদূরেই উল্টে যায় নৌকাটি মৃতদের মধ্যে আট শিশু, ১২ জন নারী এবং চার পুরুষ রয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘট থেকে ৭০-৮০ জনের মতো নৌকায় ওঠেন। বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন তাঁরা। কিছু দূর যাওয়ার পরি দুলতে শুরু করে নৌকাটি। সেই সময় ঘাটে নৌকা ফেরানোর চেষ্টা করেনমাঝি। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নৌকাটি।
আরও পড়ুন: India News: তুমুল বৃষ্টিতে ধস, অরুণাচল প্রদেশে খড়কুটোর মতো ভেসে গেল গাড়ি
দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছু মানুষ সাঁতরে নদীপাড়ে উঠে আসেন। উদ্ধারকাজে যোগ দেন স্থানীয়রাও। কিন্তু অনেকেই জলের স্রোত ঠেলে তীরে এসে উঠতে পারেননি। ফলে জলে ডুবে মৃত্যু হয় তাঁদের। বেশ কয়েক জন এখনও নিখোঁজ রয়েছন। উদ্ধার হওয়া মৃতদেহগুলি শনাক্তকরণের কাজ চলছে। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
নৌকা উল্টে যাওয়ার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তৌলা হয়েছিল ওই নৌকায়। তাতেই টাল সামলাতে না পেরে উল্টে যায় নৌকাটি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন।
মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা
নৌকা উল্টে যাওয়ার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তৌলা হয়েছিল ওই নৌকায়। তাতেই টাল সামলাতে না পেরে উল্টে যায় নৌকাটি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে প্রশাসন। পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম জানিয়েন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।