হায়দরাবাদ : শেষ মুহূর্তের টানটান উত্তেজনা। ড্রেসিংরুম থেকে বেরিয়ে পাদানিতে বসে নজর মাঠের দিকে। কয়েকটা মুহূর্তের অপেক্ষা। তারপরই আনন্দে লাফিয়ে উঠলেন দু'জনেই। একগাল চাওড়া হাসিতে একে অপরকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিলেন উভয়েই। ঠিক কী কথা তখন দু'জনের মধ্যে হয়েছে জানার উপায় নেই কেউ মুখ না খুললে, কিন্তু কয়েক সেকেন্ডের যে দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়, তা নিয়ে আলোচনায় মজেছে নেট জগত। কারণ, যে দুজন একে অপরকে জড়িয়ে ধরে পিঠ চাপড়েছেন তাঁরা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। যে দৃশ্য ক্রিকেটভক্তদের সুবাদে আপাতত ভাইরাল। আর যেন ভিডিও দেখিয়ে সবার প্রশ্ন 'কোথায় শীতলতা? কোথায় দূরত্ব? এ তো একসঙ্গে যেন দুই বন্ধুর জেতার মেতে ওঠার অনাবিল আনন্দ।'


ভারতের সিরিজ জয়ের মুহূ্র্ত


হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টি২০ ডুয়েলের শেষ ওভারে ড্যানিয়েল সামসের বল হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) বাউন্ডারির বাইরে পাঠিয়ে ভারতের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করার পরই দেখা গিয়েছে যে দৃশ্য। টি২০ বিশ্বকাপে আর নেই বেশি দেরি। তার আগে বিরাট-রোহিত ভ্রাতৃত্বের এই সেলিব্রেশন কার্যত স্বস্তির ঠান্ডা বাতাস বইয়ে দিচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।


ক্রমাগত খারাপ ফর্ম, অধিনায়কত্ব হাতছাড়া হওয়া, বিরাট মাঝে মধ্যে রান পেলেও সেই কিং কোহলি মেজাজে এখনও নেই। অপরদিকে, বিরাটের বদলেই এখন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বিভিন্ন মহলে বারবার কানাঘুষো, বিরাট-রোহিতের সম্পর্কের শীতলতা নিয়ে। কিন্তু সামনাসামনি যতবার রোহিতকে বিরাটের ফর্ম নিয়ে জানতে চাওয়া হয়েছে, ততবারই হিটম্যান তাঁর ব্যাটিং মেজাজের মতোই প্রশ্ন উড়িয়ে দাঁড়িয়েছেন কোহলির পাশে। বিরাটও বরাবর থেকেছেন রোহিতের সমর্থনেই। বাইরের জল্পনা বা কানাঘুষো যাাই ভেসে বেড়াক, আসলে বিরাট-রোহিত যে জুটিতে লুটির মেজাজেই জয় সেলিব্রেট করেছেন, সেটা দেখে তাই আনন্দে ভাসছে ক্রিকেটমহল।


খুশি ক্রিকেট-ভক্তরা


শুধু ভারতীয় ক্রিকেটভক্তরাই নন, বেশ কিছু প্রাক্তনীও যে ভাইরাল ভিডিও-র ক্লিপ পোস্ট করে রোহিত-বিরাটের 'দ্বন্দ্ব' নিয়ে তোলা প্রশ্নগুলোকে ফের আয়নার সামনেই দাঁড় করাতে চেয়েছেন। যে তালিকায় রয়েছেন অমিত মিশ্র। প্রসঙ্গত, এক বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতেছে ভারত।






আরও পড়ুন- ভারতের সিরিজ জয়, ঝুলনের অবসর, খেলার সারাদিনের সব খবর এক ঝলকে