আমদাবাদ: এই ম্যাচের ওপর নির্ভর করে রয়েছে গোটা সিরিজের ভাগ্য (Ind vs Aus)। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কে হবে, সেটাও নির্ভর করে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে এই ম্যাচ নিদেনপক্ষে ড্র করতেই হবে ভারতকে। জিততে পারলে থাকা যাবে সুবিধাজনক জায়গায়।
তবে আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই ভারত। কারণ, প্রথম দিন ৯০ ওভার ব্যাটিং করে ৯০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। লড়াকু সেঞ্চুরি করেছেন উসমান খাওয়াজা। ২৫১ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ৬৪ বলে ৪৯ রান করে তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন। সব কিছু ঠিকঠাক চললে বড় রানের ইনিংস গড়তে চলেছে অস্ট্রেলিয়া।
আমদাবাদে ক্রিকেট কূটনীতি। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগে একসঙ্গে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। মাঠে গলফ কার্টে চেপে দু'জনে ঘোরেন। একসঙ্গে সারেন উষ্ণ করমর্দন। উপস্থিত লাখো জনতা করতালিতে অভিনন্দন জানান দু'দেশের রাষ্ট্রনায়কদের। টসে জেতেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগের টেস্টের দল অপরিবর্তিত রেখে নেমেছে অস্ট্রেলিয়া। আর ভারত নেমেছে একটিমাত্র পরিবর্তন করে। মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে মহম্মদ শামিকে।
ব্যাট করতে নেমে উসমান খাওয়াজা ও ট্রাভিস হেড জুটি প্রথম উইকেটে ৬২ রান বোর্ডে তুলে নেয়। হেডকে ফেরান আর অশ্বিন। ৩২ রানের মাথায় জাডেজার হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়ন ফেরেন হেড। টেস্টে বিশ্বের এক নম্বর ব্য়াটার মার্নাস লাবুশেন এদিন বেশি রান করতে পারেননি। মাত্র ৩ রান করে শামির বলে বোল্ড হয়ে যান তিনি। অধিনায়ক স্মিথ ও খাওয়াজা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তৃতীয় উইকেটে ৭৯ রান যোগ করেন দুজনে। মধ্যাহ্নভোজের বিরতিতে ২ উইকেট হারিয়ে ৭৫ রান বোর্ডে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া।
ক্রিজে সেট হয়েও ফেরেন স্মিথ। রবীন্দ্র জাডেজার বল স্মিথের ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়। ৩৮ রান করে ফেরেন অজি অধিনায়ক। দুরন্ত কাটারে পিটার হ্যান্ডসকম্বের (১৭ রান) অফস্টাম্প ছিটকে দেন শামি। তবে পঞ্চম উইকেটে খাওয়াজা ও গ্রিন ৮৫ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। এখান থেকে অন্তত চারশো রানের ইনিংস গড়াই প্রাথমিক লক্ষ্য হবে অস্ট্রেলিয়ার। ভারতীয় বোলাররা কি তার আগে অজি ইনিংসে লাগাম পরাতে পারবেন?
আরও পড়ুন: নতুন ইনিংস শুরু হাসারাঙ্গার, ক্লিন বোল্ড! আরসিবির শুভেচ্ছাবার্তা সোশ্যালে ভাইরাল