আমদাবাদ: এই টেস্টের ফলের ওপর নির্ভর করে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) ভাগ্য। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে (Ind vs Aus)। তাদের প্রতিপক্ষ কারা হবে, ভারত না শ্রীলঙ্কা, তা অনেকটাই দাঁড়িয়ে রয়েছে আমদাবাদ টেস্টের ফলাফলের ওপর।


আর কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করতে কি না সেই ম্যাচকেই বেছে নিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)!


ভারতের ওপর প্রবল চাপ তৈরি করে সেঞ্চুরি গ্রিনের। টেস্টে তাঁর প্রথম তিন অঙ্কের রান। সঙ্গী উসমান খাওয়াজাও ক্রিজ আঁকড়ে পড়ে রয়েছেন। পেরিয়ে গিয়েছেন দেড়শোর গণ্ডি। সব মিলিয়ে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে একটিও উইকেট তুলতে পারল না ভারত। 


প্রথম দিনের ২৫৫/৪ স্কোর নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিন লাঞ্চের সময় অস্ট্রেলিয়ার স্কোর পৌঁছে যায় ১১৯ ওভারে ৩৪৭/৪। প্রথম সেশনে ২৯ ওভারে ৯২ রান যোগ করেন গ্রিন ও খাওয়াজা। ৯৬ রানে অপরাজিত ছিলেন গ্রিন। লাঞ্চের পরই তিনি সেঞ্চুরি পূর্ণ করেন।


 






তবে লাঞ্চের পর এক ওভারে অস্ট্রেলিয়াকে জোড়া ধাক্কা দিলেন আর অশ্বিন। তাঁর বলে স্যুইপ করতে গিয়ে কট বিহাইন্ড হন গ্রিন (১১৪ রান)। লেগস্টাম্পের অনেক বাইরে দুরন্ত ক্যাচ ধরেন উইকেটকিপার কে এস ভরত। সেই ওভারেই কোনও রান না করে ফেরেন অ্যালেক্স ক্যারি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৩৮২/৬।


আউট হওয়ার আগে অবশ্য পঞ্চম উইকেটে খাওয়াজার সঙ্গে ২২৭ রানের বিরাট পার্টনারশিপ গড়েন গ্রিন। ১৭০ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৮টি বাউন্ডারি। অন্যদিকে ২১টি বাউন্ডারি সহ ১৬৯ রান করে ক্রিজে রয়েছেন খাওয়াজা।


শেষ করেছিলেন দীনেশ চান্দিমল (Dinesh Chandimal)। ২০১৭ সালে। ফিরোজ শাহ কোটলায়। ভারতীয় বোলিংয়ের গোলাগুলি সামলে সারাদিন ধরে ব্যাটিং করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার। ভারতের মাটিতে সেই একই নজির গড়লেন উসমান খাওয়াজা (Usman Khawaja)। বৃহস্পতিবার সারাদিন ধরে ব্যাটিং করলেন অজি তারকা।


প্রথম দিনের শেষে ১০৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। আমদাবাদের আগে যে নজির ছিল দিল্লির মাঠে। ৬ বছর আগে দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার চান্দিমল ২৫ রান করে ক্রিজে ছিলেন। এরপর তৃতীয় দিন সারাদিন ধরে ক্রিজে ছিলেন চান্দিমল। তৃতীয় দিনের শেষে ১৪৭ রানে ক্রিজে ছিলেন তিনি। আমদাবাদে ছিল ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন। ইনিংস ওপেন করতে নেমেছিলেন খাওয়াজা। ১০৪ রান করে দিনের শেষে ক্রিজে ছিলেন তিনি।


আরও পড়ুন: ভারতই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, শ্রীলঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ মঞ্জরেকর