ব্রিসবেন:  সিডনি টেস্টের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বিতর্ক। এবার ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ঘিরে বিতর্ক। ফের অভব্য দর্শকদের নিশানায় ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তাঁকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন দর্শকদের একাংশ। গালিগালাজ করা হয় ওয়াশিংটন সুন্দরকেও। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন তিনি। তখনই তাঁর উদ্দেশে উড়ে আসে কটূক্তি। অস্ট্রেলিয় সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড-এ প্রকাশিত প্রতিবেদনে এই কলঙ্কজনক ঘটনা সামনে এসেছে। সিরাজ ও ওয়াশিংটন যখন বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিলেন, তখন কিছু দর্শকদের তাঁদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করে। এই নিয়ে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটল।
এর আগে সিডনি টেস্টে সিরাজ ও জসপ্রিত বুমরাহকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠে।তাঁরা এই অভিযোগ আম্পায়ারকে জানিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও সিরাজকে লক্ষ্য করে অপশব্দ ব্যবহার করে দর্শকদের একাংশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খেলা প্রায় ১০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল। বেশ কয়েকজন দর্শককে বের করে দেওয়া হয় মাঠ থেকে।এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় ভারতীয় দল।



ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে এ ধরনের দুর্বব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করেছিল ক্রিকেটে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অধিনায়ক টিম পেইনও ঘটনার তীব্র নিন্দা করে বলেছিলেন, এটি খুবই লজ্জাজনক।আইসিসি-ও ঘটনার নিন্দা করেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছিল।
চতুর্থ টেস্টে গাব্বার দ্রুত গতির উইকেটে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ভারতের অনভিজ্ঞ বোলিং অ্যাটাকের সামনে মাত্র ১৩ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর মার্নাস লাবুশানে (১০৮), স্টিভ স্মিথ (৩৬), ম্যাথু ওয়েড (৪৫)-এর যোগদানে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ২৭৪। টিম পেইন ৩৮ ও ক্যামেরন গ্রিন ২৮ রানে ক্রিজে রয়েছেন।
ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নেমে দুটি উইকেট নিয়েছেন টি নটরাজন। এছাড়াও ওয়াশিংটন, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ একটি করে উইকেট নিয়েছেন।