সিডনি: ফের ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে প্রশ্ন উঠে গেল। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টে প্রযুক্তি ব্যবহার করে আউট দেওয়া হল হনুমা বিহারীকে। যদিও রিপ্লে নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত।

পঞ্চম উইকেটে চেতেশ্বর পূজারার সঙ্গে ১০১ রানের পার্টনারশিপ গড়েন হনুমা। ভারতীয় ইনিংসের ১০২তম ওভারে নাথান লায়নের বলে ল্যাপ সুইপ মারতে যান তিনি। বল তাঁর বাঁহাতের কনুইয়ের উপরে লেগে ফরওয়ার্ড শর্ট লেগে মার্নাস লাবাস্কেনের হাতে গেলে আম্পায়ার ইয়ান গাউল্ড হনুমাকে আউট দেন।



হনুমা সঙ্গে সঙ্গেই ডিআরএস প্রযুক্তির দ্বারস্থ হন। বেশ কয়েকবার রিপ্লে দেখে আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন তৃতীয় আম্পায়ার মারেস এরাসমাস। ৯৬ বলে ৪২ রান করে ফিরতে হয় হনুমাকে। পরে অবশ্য রিপ্লে খুঁটিয়ে দেখে ধরা পড়ে, স্নিকোমিটারে দুবার দাগ পাওয়া গিয়েছে। প্রথমবার যখন স্নিকোমিটারে রিডিং উঠেছিল, বল ব্যাটের অনেকটা দূরে ছিল। পরেরবার স্নিকোমিটারে লম্বা দাগ পাওয়া যায় এবং সম্ভবত সেটা দেখেই তৃতীয় আম্পায়ার হনুমাকে আউট দেন। তবে বল সেই সময় হনুমার ব্যাট পেরিয়ে গিয়েছিল।


যা দেখে টিভিতে ধারাভাষ্য দেওয়া অ্যাডাম গিলক্রিস্ট-ব্রেট লিরাও হতবাক. গিলক্রিস্ট বলেন, নিশ্চয়ই পরে এই রিপ্লেটা আরও খুঁটিয়ে দেখতে হবে। এটা যে ব্যাটের কানায় লাগেনি, সেটা বেশ স্পষ্ট। আমার অন্তত তাই মনে হয়েছে।


ব্রেট লি বলেন, স্নিকোমিটারে দাগ দেখুন আর বলটা সেই সময় কোথায় ছিল দেখুন। মনে হচ্ছে কয়েক মাইল দূর দিয়ে গিয়েছে বল।

প্রসঙ্গত, শুক্রবার হনুমাকে ফিরিয়ে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কাটা দেয় অস্ট্রেলিয়া। যদিও পূজারা ও ঋষভ পন্থের দুরন্ত ইনিংসে ভর করে রানের পাহাড় তৈরি করেছে ভারত।