আমদাবাদ: শেষ করেছিলেন দীনেশ চান্দিমল (Dinesh Chandimal)। ২০১৭ সালে। ফিরোজ শাহ কোটলায়। ভারতীয় বোলিংয়ের গোলাগুলি সামলে সারাদিন ধরে ব্যাটিং করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার। ফের ভারতের মাটিতে সেই একই নজির গড়লেন উসমান খাওয়াজা (Usman Khawaja)। বৃহস্পতিবার সারাদিন ধরে ব্যাটিং করলেন অজি তারকা।


ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে সারাদিন ধরে ক্রিজে রইলেন খাওয়াজা। প্রথম দিনের শেষে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। আমদাবাদের আগে যে নজির ছিল দিল্লির মাঠে। ৬ বছর আগে দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার চান্দিমল ২৫ রান করে ক্রিজে ছিলেন। এরপর তৃতীয় দিন সারাদিন ধরে ক্রিজে ছিলেন চান্দিমল। তৃতীয় দিনের শেষে ১৪৭ রানে ক্রিজে ছিলেন তিনি। আমদাবাদে ছিল ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন। ইনিংস ওপেন করতে নেমেছিলেন খাওয়াজা। ১০৪ রান করে দিনের শেষে ক্রিজে রয়েছেন খাওয়াজা।


পরিসংখ্যান বলছে, ভারতের মাটিতে গত ১০ বছরে এই নিয়ে মোটে দুবার কোনও বিদেশি ক্রিকেটার টেস্ট ক্রিকেটে সারাদিন ধরে ব্যাট করে গেলেন। চান্দিমলের ৬ বছর পর এই নজির গড়লেন খাওয়াজা।


ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম দিন তিনিই নায়ক। ভারতীয় বোলারদের গোলাগুলি সামলে ঝকঝকে সেঞ্চুরি করেছেন। উসমান খাওয়াজার (Usman Khawaja) ব্যাটকে কাবু করতে ব্য়র্থ ভারতীয় স্পিনাররা।


প্রথম দিনের খেলার শেষে খাওয়াজা জানিয়েছেন, কীভাবে ভারত সফরে বারবার প্রথম একাদশে উপেক্ষিত থেকেও মনোবল না হারিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। খাওয়াজা বলেছেন, 'এই সেঞ্চুরির সঙ্গে অনেক আবেগ মিশে রয়েছে। এর আগেও আমি দুবার ভারত সফরে এসেছি। তার মধ্যে আটটি টেস্ট ম্যাচে আমাকে জল বইতে হয়েছে। উইকেট খুব ভাল। আমি শুধু উইকেট ছুড়ে দিয়ে আসতে চাইনি। বেশিরভাগটাই মনঃস্তাত্ত্বিক যুদ্ধ। নিজের অহঙ্কার ত্যাগ করতে হয়।'


এই ম্যাচের ওপর নির্ভর করে রয়েছে গোটা সিরিজের ভাগ্য (Ind vs Aus)। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কে হবে, সেটাও নির্ভর করে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে এই ম্যাচ নিদেনপক্ষে ড্র করতেই হবে ভারতকে। জিততে পারলে থাকা যাবে সুবিধাজনক জায়গায়।


তবে আমদাবাদে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই ভারত। কারণ, প্রথম দিন ৯০ ওভার ব্যাটিং করে ৯০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। লড়াকু সেঞ্চুরি করেছেন উসমান খাওয়াজা। ২৫১ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। ৬৪ বলে ৪৯ রান করে তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন। সব কিছু ঠিকঠাক চললে বড় রানের ইনিংস গড়তে চলেছে অস্ট্রেলিয়া।


আরও পড়ুন: নতুন ইনিংস শুরু হাসারাঙ্গার, ক্লিন বোল্ড! আরসিবির শুভেচ্ছাবার্তা সোশ্যালে ভাইরাল