আমদাবাদঃ ২০১৯ সালে নভেম্বর মাসে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর দীর্ঘ এই মাস পর ফের লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে শতরান এল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) গোলাপি বলের টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর এদিন আবার টেস্টে সেঞ্চুরি। মাঝে  ৪১টি টেস্ট ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরি করলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। অবশেষে ৪২তম ইনিংসে এল সেই কাঙ্ক্ষিত শতরান।


আমদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ২৪১ বলে ৫ টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি পূরণ করেন কোহলি। নিজের টেস্ট কেরিয়ারের ২৮ তম শতরান এটি তাঁর। গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে টেস্টে সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলে দিলেন বিরাট। মাইকেল ক্লার্ক ও হাসিম আমলার সঙ্গে ২৮টি সেঞ্চুরি করে একই তালিকায় রয়েছেন কিং কোহলি। ঘরের মাঠে এটি বিরাটের ১৪ তম টেস্ট সেঞ্চুরি। 


মুকুটে নতুন পালক


এদিকে গতকালই বিরাট কোহলির (Virat Kohli) মুকুটে জুড়েছে নয়া পালক। টেস্ট ক্রিকেটে (Test Cricket) দেশের মাটিতে ৪০০০ রান সম্পূর্ণ করলেন কিং কোহলি। ইন্ডিয়ান ক্রিকেট টিমের (Indian Cricket Team) অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানানো হয়েছে সেই খবর। 


বিরাট কোহলি ভারতের মাটিতে টেস্টে ব্যক্তিগত চার হাজার রান সম্পূর্ণ করলেন। এখনও পর্যন্ত ১০৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ১০৭টি টেস্ট ম্যাচ খেলে ১৮২টি ইনিংসে মোট ৮ হাজার ২৩০ রান করেছেন তিনি। এর মধ্যে তিনি নট আউট ছিলেন ১১ বার। অপরাজিত ২৫৪ হচ্ছে তাঁর সর্বোচ্চ স্কোর। 


এখন তিনি সচিন তেন্ডুলকরের টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষায় কোহলি অনুরাগীরা। যদিও সচিনের থেকে টেস্টে রানের নিরিখে এখনও অনেকটাই পিছিয়ে আছেন বিরাট। ২০০টি টেস্ট ম্যাচ খেলে মোট ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড রয়েছে সচিনের। টেস্ট ক্রিকেটে রানের নিরিখে ভারতীয়দের মধ্যে সচিনের পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ১৬৩টি টেস্ট ম্যাচ খেলে ১৩ হাজার ২৬৫ রান করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন সুনীল গাওস্কর। ১২৫ টেস্ট ম্যাচে তাঁর রয়েছে ১০ হাজার ১২২ রান। ফলে কিং কোহলিকে এখনও অনেকটা রাস্তা পেরতে হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।