আমদাবাদ: গুজরাত পুলিশ গ্রেফতার করতে পারে বিরাট কোহলিকে (Virat Kohli)?


রবিবার রাত থেকে যে বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ, এই আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ট্যুইটার হ্যান্ডলে রীতিমতো আর্জি জানানো হয়েছে, আর যাই করুন, কোহলিকে গ্রেফতার করবেন না।


খবরটা শুনে যে কেউই আঁতকে উঠতে পারেন। ঘটনা হচ্ছে, কোহলির গ্রেফতার হওয়ার আশঙ্কা সত্যি সত্যিই প্রকাশ করেছে দিল্লি পুলিশ। তবে তা নিছকই মজা করে।


রবিবার প্রায় একা হাতেই আমদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছেন বিরাট কোহলি। ডাবল সেঞ্চুরি অল্পের জন্য হাতছাড়া হলেও দলকে ৫৭১ রানের পাহাড়ে পৌঁছে দিয়েছেন বিরাট। ২০১৯ সালের পর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে টেস্টে সেঞ্চুরি করেন বিরাট। বাইশ গজে বিরাটের যে দাপট দেখে দিল্লি পুলিশের মনে হয়েছে, 'অতিথি দেব ভব' নীতি ভুলে মাঠে অস্ট্রেলিয়াকে বিরাট ধাক্কা দিয়েছেন কোহলি। আর এই আবহে গুজরাত পুলিশের উদ্দেশে দিল্লি পুলিশের বার্তা, 'দিল্লির ছেলে বিরাট কোহলিকে যেন গ্রেফতার না করা হয়।'


মোদি রাজ্যে কোহলির বিরাট ইনিংসে অস্ট্রেলিয়ার এই টেস্ট জয় করে সিরিজে সমতা ফেরানোর আশা পুরোপুরি ভেঙে গিয়েছে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশের তরফে ট্যুইটারে লেখা হয়, 'প্রিয় গুজরাত পুলিশ, স্বেচ্ছায় অতিথিদের আঘাত করার জন্য আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলিকে গ্রেফতার করবেন না যেন। অসাধারণ (AUS-SOME) খেলেছেন বিরাট কোহলি!' দিল্লি পুলিশের পোস্ট করা ছবিতে লেখা ছিল, ‘বুরা না মানো, কোহলি হ্যায়’। ট্যুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিল্লি পুলিশের হাস্যরসকে বাহবা দিয়েছেন সকলকে।


 




অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs AUS 4th Test) চতুর্থ দিনে ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১০২৫ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লাল বলের ক্রিকেটে শতরান হাঁকালেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এটি বিরাট কোহলির ২৮তম শতরান। তাঁর ১৮৬ রানের অনবদ্য ইনিংসে ভর করেই ভারতীয় দল প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯১ রান লিড নিতে সক্ষম হল ভারতীয় দল


বিরাট কোহলির শতরানের পরেই তাঁর স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মা (Anushka Sharma) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। অনুষ্কা জানান শারীরিক অসুস্থতা নিয়েই বিরাট এই অনবদ্য ইনিংসটি খেলেন। তিনি লেখেন, 'শারীরিক অসুস্থতা নিয়েও এতটা ধৈর্য্য ধরে এমন এক ইনিংস খেললে। তুমি আমাকে সবসময়ই উদ্বুদ্ধ কর।' 


বিরাটকে যোগ্য সঙ্গ দেন অক্ষর পটেল। অক্ষর ও বিরাট ষষ্ঠ উইকেটে ১৬২ রান করেন। ম্যাচ শেষে ভারতের প্রতিনিধি হিসাবে অক্ষরই সাংবাদিক সম্মেলনে আসেন। তাঁকে বিরাটের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করা হলে অক্ষর বলেন, 'আমি এই বিষয়ে তেমন কিছুই জানি না। এই প্রচন্ড গরমের মধ্যে ওঁ যেভাবে দৌড়াচ্ছিলেন, যেভাবে পার্টনারশিপটা গড়ে তোলেন, তা অনবদ্য়। ওঁর সঙ্গে ব্যাট হাতে এই পার্টনারশিপটা আমি দারুণ উপভোগ করেছি।' 



আরও পড়ুন: সাইকার ৩ উইকেট সত্ত্বেও হিলি, থালিয়ার অর্ধশতরানে মুম্বইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলল ইউপি