মুম্বই: ডব্লিউপিএলের (WPL 2023) দশম ম্যাচে ব্রেবোর্ন স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল ইউপি ওয়ারিয়ার্স (UP-W vs MI-W)। বল হাতে গোটা টুর্নামেন্ট জুড়েই আগুনে ফর্মে রয়েছেন বাংলার স্পিনার সাইকা ইশাক (Saika Ishaque)। এদিনও বল হাতে জ্বলে উঠলেন তিনি। নিজের নির্ধারিত চার ওভারে ৩৩ রান খরচ করে তিন উইকেট নিলেন তিনি। তবে ইউপি অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) ও থালিয়া ম্যাকগ্রা (Tahlia Mcgrath) দুরন্ত অর্ধশতরান হাঁকান। দুই অজি তারকার অর্ধশতরানে ভর করেই ছয় উইকেটের বিনিময়ে ১৫৯ রানে ব্য়াটিং ইনিংস শেষ করল ইউপি।
হিলির আগ্রাসন
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইউপি অধিনায়ক হিলি। দেবীকা বৈদ্য়কে ম্যাচের দ্বিতীয় ওভারে সাইকা সাজঘরে ফেরত পাঠালেও, কিরণ নবগিরে ও হিলি ইনিংসকে এগিয়ে নিয়ে যান। পাওয়ার প্লেতেই ৪৮ রান তুলে ফেলে ইউপি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক সাইকার বিরুদ্ধে হিলি চতুর্থ ওভারে পরপর তিনটি চার মারেন। পাওয়ার প্লের পরেও রানের গতি আরও বাড়ানোর লক্ষ্যে অ্যামেলিয়া কেরের বিরুদ্ধে একটি চার ও ছয় মারেন কিরণ। তবে তাঁকে ১৭ রানে ফিরিয়ে শেষ হাসিটা কেরই হাসেন।
মোড় ঘোরানো স্পেল
কিরণ আউট হওয়ার পরেই থালিয়া হিলিকে সঙ্গ দিতে নামেন। দুইজনে মিলে তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন। তবে ১৭তম ওভারে ম্যাচের রং বদলে দেন সাইকা। হিলিকে ৫৮ রানে আউট করার দুই বল পরেই থালিয়াকেও তিনি ৫০ রানে সাজঘরে ফেরান। দুই সেট ব্যাটার আউট হয়ে যাওয়ার পর ইউপির ইনিংসের ছন্দই কেটে যায়। ইনিংসের শেষ ১৯ বলে মাত্র ১৮ রান তোলে ইউপি ওয়ারিয়ার্স। সোফি একলেস্টোন (১), দীপ্তি শর্মারা (৭) কেউই বড় শট হাঁকিয়ে দলকে বড় রান তুলতে সাহায্য করতে পারেননি।
সাধারণত ওপেন করা ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী দলের সদস্য শ্বেতা শেরাওয়াত এদিন আট নম্বরে ব্যাট করতে নামেন। তিনি মাত্র ২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ১৫৯/৬ তুলল ইউপি। অপরাজিত মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ জিততে তুলতে হবে ১৬০ রান। মুম্বইয়ের হয়ে সাইকার তিন উইকেট বাদে কেরও দুই উইকেট নিয়ে প্রভাবিত করেন।
আরও পড়ুন: টেস্টে শতরানের খরা কাটিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন ইতিহাস গড়লেন বিরাট