রোহিত ব্যাট করতে নামার সময় নাথন লায়নকে আক্রমণে আনেন পেইন। প্রথম স্লিপে উসমান খোয়াজা ও শর্ট লেগে অ্যারন ফিঞ্চকে ফিল্ডিং করতে আনেন পেইন। এরপর রোহিতের ওপর মানসিক চাপ তৈরির চেষ্টা করেন উইকেটরক্ষক পেইন। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি প্রায়ই রাজস্থান রয়্যালস, না মুম্বই ইন্ডিয়ান্স, কোন টিমকে সমর্থন করব ভেবে পাই না। তবে যদি রোহিত লায়নকে ছক্কা মারে তাহলে মুম্বই ইন্ডিয়ান্সকে সমর্থন করতে শুরু করব’।
কথাগুলো সরাসরি রোহিতকে বলছিলেন না পেইন। ফিঞ্চকে শুনিয়ে শুনিয়ে এ সব কথাবার্তা চালাচ্ছিলেন অজি অধিনায়ক। রোহিত অবশ্য এই সব কথার কোনও জবাবই দেননি।
এরপর পেইন ফের বলতে শুরু করেন, ‘কিন্তু রাজস্থান রয়্যালসে বেশ কয়েকজন অজি খেলোয়াড় রয়েছে। ফিঞ্চও তাঁর সঙ্গে যোগ দিয়ে বলেন, আমিও তো রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছি’।
পেইন বলেন, ‘আরে, তুমি তো দেখছি সব টিমের হয়েই খেলেছ’। তখন ফিঞ্চ বলেন, ‘শুধু বেঙ্গালুরু বাদে’।
রোহিতের মনঃসংযোগ ভঙ্গ করার এই চেষ্টা অবশ্য সফল হয়নি। তিনি তাঁর টেস্ট কেরিয়ারের দশম হাফসেঞ্চুরি পূর্ণ করেন।