বেননি: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আগামীকাল ফাইনালে খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল উদয় সহরণের দল। অন্য়দিকে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে অজি শিবির। এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক পাঁচবার এই খেতাব জিতেছে ভারত। এবার জিতলে সংখ্যাটা হাফ ডজন হবে। টুর্নামেন্টে কোনও ম্য়াচ এখনও পর্যন্ত না হারা ভারতই কিন্তু আগামীকালের ম্য়াচে ফেভারিট হিসেবে মাঠে নামতে চলেছে। প্রথমবার ২০০০ যুব বিশ্বকাপে মহম্মদ কাইফের নেতৃত্বে জিতেছিল ভারত।


কাদের ম্যাচ?


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে কাল মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া


কোথায় খেলা?
ম্য়াচটি দক্ষিণ আফ্রিকার বেননিতে আয়োজিত হবে


কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে 


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টারে খেলা দেখা যাবে


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ উইকেটে জয় ছিনিয়ে নিল উদয় সহরনের দল। রেকর্ড ১৭১ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন সচিন দাস ও উদয় সহরন। এই ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে এবার ষষ্ঠবার যুব বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতীয় দলের সামনে। 


২৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। গোটা টুর্নামেন্টে ভারতীয় ব্য়াটাররা প্রতি ম্য়াচে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছিলেন। কিন্তু এদিন আদর্শ সিংহ খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। কূলকর্নী ১২ রান করেন মাত্র। ভারতের সবচেয়ে সফল ব্যাটার মুশির খান মাত্র ৪ রান করেন। প্রিয়াংশু মোলিয়াও ৫ রানের বেশি করতে পারেননি। ৩২ রানের মধ্যে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছিল একটা সময় ভারত। সেখান থেকেই সচিন দাস ও উদয় সহরন মিলে ১৭১ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন। এই পার্টনারশিপই দলের জয়ের ভিত গড়ে দেয়। সচিন ৯৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অল্পের জন্য শতরান মিস করেন তিনি। শেষ ওভারে রক্তচাপ বেড়ে গিয়েছিল উদয় আউট হওয়ার সঙ্গে সঙ্গে। তিনি ৮১ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে রাজ লিম্বা ৪ বলে ১৩ রান করে দলের জয় নিশ্চিত করেন।