iPhone 15: আইফোন ১৫ (iPhone 15) ভারতে লঞ্চ হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। আইফোন ১৫ বেস মডেলের সঙ্গে লঞ্চ হয়েছিল আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus), আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max) - এই তিনটি মডেল। আইফোন ১৫ সিরিজের ফোনগুলি ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। আইফোন ১৫ সিরিজের ফোনগুলিতে রয়েছে এ১৬ বায়োনিক চিপসেট। এই ফোনগুলি পরিচালিত হয় iOS 17 out-of-the-box- এর সাহায্যে। 


ফ্লিপকার্টে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে আইফোন ১৫- র দামে দেওয়া হচ্ছে ব্যাপক ছাড়। ৯ ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টের এই ভ্যালেন্টাইন্স ডে মোবাইল বোনাঞ্জা শুরু হয়েছে এবং তা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আইফোন ১৫- র দামে ১৩ হাজার টাকার বেশি ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। কালো, নীল, সবুজ, গোলাপি এবং হলুদ রঙে আইফোন ১৫ কেনা যাবে। ভারতে এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। এছাড়াও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৮৯,৯০০ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ১,০৯,০০০ টাকায়। 


বর্তমানে আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৬৬,৯৯৯ টাকায়। অর্থাৎ ক্রেতারা ১২,৯০১ টাকা ছাড় পাবেন। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড যাঁরা ব্যবহার করেন তাঁরা আরও ২০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন। ফলে ফোনের দাম কমে হবে ৬৪,৯৯৯ টাকা। এছাড়াও সিটি ব্যাঙ্ক, এইচএসবিসি, ডিবিএস এবং ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা এই ফোন কেনার ক্ষেত্রে আরও ১০ শতাংশ ছাড় পাবেন, প্রায় ১৫০০ টাকা। ফলে আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আরও কমে হবে ৬৩,৪৯৯ টাকা। এইসবের পরেও আইফোন ১৫ কেনার সময় ফ্লিপকার্টের অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করা হলে প্রায় ৩৩০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন ক্রেতারা। 


আইফোন ১৫- তে কী কী ফিচার রয়েছে দেখে নেওয়া যাক



  • এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে সেরামিক শিল্ড প্রোটেকশন।

  • আইফোন ১৫- তে রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফোন।

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে আইফোন ১৫- তে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর এবং ১২ মেগাপিক্সেলের সেনসর, আলটড়া ওয়াইড লেন্স সমেত।

  • আইফোন ১৫- র ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ২৬ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইল পাওয়া যাবে বলে দাবি করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। 


আরও পড়ুন- ভারতে রেডমি বাডস ৫ কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে এই ইয়ারবাডসে?