হাংঝৌতে: চূড়ান্ত বিতর্কের পর ইরানকে হারিয়ে ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) সোনা জিতল ভারতীয় পুরুষ কবাডি দল (Indian Men's Kabaddi team)। এই নিয়ে গেমসের ১৪তম দিনে পঞ্চম সোনা জিতল ভারত। ইরানকে ৩৩-২৯ স্কোরলাইনে হারায় ভারত। তবে এক বিতর্কের জেরে ম্যাচের ফলাফল নির্ধারিত হতে বেশ অনেকটা সময় লাগে।
ম্যাচের সিংহভাগ সময়ে দুইদলই একে অপরকে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছিল। এমন পরিস্থিতিতে দুই দলের বিবাদের জেরে ম্যাচ ক্ষণিকের জন্য স্থগিত থাকে। স্কোরলাইন ২৮-১৮ থাকার সময় এক পয়েন্ট ঘিরে বচসা বাধে। দুই দলই এক পয়েন্ট দাবি করে। পবনের রেডে ভারত চার পয়েন্টের দাবি করে। তবে ইরানের দাবি ছিল তাঁরা রেডারকে রুখে দিতে সক্ষম হয়েছেন এবং তাদের এক পয়েন্ট দেওয়া উচিত।
শেষমেশ ভারতকে তিন পয়েন্ট দেওয়া হয় এবং ইরানকে এক পয়েন্ট দেওয়া। পবনের এই রেডের ফলেই ভারত ম্যাচে গুরুত্বপূর্ণ লিড নিয়ে নেয়। আলিরেজা পরের পয়েন্টে রেড করতে গেলে ভারত তাঁকে ট্যাকেল করতে সক্ষম হয়। ম্যাচের শেষ লগ্নে নবীন কুমার রেডে গিয়ে এক পয়েন্ট জিতে নেন। ভারতের স্বর্ণপদকও নিশ্চিত হয়। এই পদক মিলিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে ভারতীয় পুরুষ দল অষ্টম সোনা জিতে নিল। এশিয়ান গেমসে ১৯৯০ সালে কবাডি যুক্ত হওয়ার পর থেকে ভারতই প্রতিবার সোনা জিতেছে।
ভারতীয় মেয়েরাও আজ সোনা জিতেছেন। চিনা তাইপেকে ফাইনাল ম্যাচে ২৬-২৫ স্কোরলাইনে হারাল ভারতীয় মহিলা কবাডি দল (Indian Women's Kabaddi Team)। চিনা তাইপের বিরুদ্ধে প্রতিযোগিতার শুরুতে ভারত ৩৪-৩৪ স্কোরলাইনে ড্র করেছিল। তাই এই ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা ছিল। হলও তাই। অবশ্য শুরুতে ভারতীয় মহিলা দল লিড নিয়ে নিতে সক্ষম হয়। ১৪-৯ স্কোরলাইনে এগিয়ে যায় ভারতীয় মহিলা দল। প্রথমার্ধে ভারতীয় রেডাররা ছয়টি বোনাস পয়েন্ট নিতে সক্ষম হন। তবে দ্বিতীয়ার্ধে চিনা তাইপে দুরন্তভাবে লড়াইয়ে ফেরে। দ্বিতীয়ার্ধে ভারতের থেকে চিনা তাইপেই অধিত পয়েন্ট সংগ্রহ করে। দ্বিতীয়ার্ধে চিনা তাইপে ১৬ পয়েন্ট পায়। ভারতের ভাগ্যে জটে ১২ পয়েন্ট। তবে শেষমেশ দাঁতে দাঁত চেপে লড়াই করে ম্যাচ জিতে নেয় ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতলেন রুতুরাজরা