আমদাবাদ: ভারতে বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) ট্রফি শুরুর আগে থেকেই পিচ নিয়ে বিতর্ক শুরু করে অস্ট্রেলিয়া। নাগপুরের পিচ দেখে ক্ষোভ প্রকাশ করে তারা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ও অনেক প্রাক্তন ক্রিকেটার নাগপুরের পিচকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। তারপর দ্বিতীয় টেস্টে দিল্লিতে এই বিতর্ক কিছুটা স্থগিত হলেও ইনদওরের হোলকার স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক শুরু হয়।


ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর মনে করেন, ক্রিকেটারদের দোষ দেওয়ার আগে অস্ট্রেলিয়ার নির্বাচকমন্ডলীর ব্যর্থতা দেখা উচিত। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচকদের কাঠগড়ায় তুলেছেন সানি। তিনি বলেছেন, ‘অনেক প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার বর্তমান দলের ক্রিকেটারদের সমালোচনা করছে। তবে আমার মনে হয়, অস্ট্রেলিয়ার নির্বাচকদের সমালোচনা করা উচিত। তারা কী করে এমন ক্রিকেটারদের নির্বাচন করেছে, যারা প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য প্রথম একাদশে জায়গা পাবে না। প্রায় অর্ধেক সিরিজ ধরে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট ১৩ জনের মধ্যে থেকে প্রথম একাদশ বেছে নিতে বাধ্য হতে হয়েছে।’


ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্ট শুরুর আগে ফের অস্বস্তি অস্ট্রেলিয়া শিবিরে (Ind vs Aus)। মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে গিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। তৃতীয় টেস্টে তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ (Steve Smith)।


অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড থেকে সোমবার জানিয়ে দেওয়া হল যে, চতুর্থ টেস্টেও খেলবেন না কামিন্স। তিনি ভারতে আসতে পারবেন না। তাঁর পরিবর্তে চতুর্থ টেস্টেও নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।


স্তন ক্যান্সারে আক্রান্ত কামিন্সের মা। তাঁর অবস্থার অবনতি হওয়ায় ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীন দেশে ফিরে যান কামিন্স। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও কামিন্সের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। 


তৃতীয় টেস্টে আড়াই দিনেরও কম সময় অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে ভারত (Ind vs Aus)। অজি স্পিনারদের সামনে নাস্তানাবুদ হতে হয়েছে ভারতীয় টপ অর্ডারকে। এবার ভারতের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।


তামিলনাড়ুর ক্রিকেটার বলেছেন, 'এই ব্যাপারটা গোপন করা যায় না যে ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম সাতজন প্রত্যাশিত রান পাচ্ছে না। ধারাবাহিকভাবে বিপর্যয় হচ্ছে। এই পিচে ব্যাটিং কঠিন ছিল? অবশ্যই। দল হিসাবে এরকম পিচে খেলা বেছে নিয়েছে ভারত। আর সেই সিদ্ধান্তের জন্য নিজেদের তৈরি থাকতে হবে। ওরা যথেষ্ঠ দক্ষ। এই দলের অনেক ক্রিকেটার এর চেয়েও কঠিন পিচে রান করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট সম্পূর্ণ আলাদা। বার দুয়েক আউট হওয়ার পরই অনেক সন্দেহ তৈরি হয়। আত্মবিশ্বাস কমতে থাকে। তারপর মাঠে নেমে চাপ কাটাতে আগ্রাসী ব্যাটিং করা সহজ হয় না। ভারতীয় ব্যাটারদের প্রতি সমবেদনা জানাই। পরিস্থিতি সত্যিই কঠিন। তবে এটাই টেস্ট ক্রিকেট।'


আরও পড়ুন: এক ফ্রেমে সৌরভ-কুম্বলে, মুম্বইয়ে কি করছেন দুই কিংবদন্তি?