India vs Australia Sydney test: কঠিন লড়াইয়ে চলতি সিরিজের তৃতীয় টেস্ট ড্র করে অস্ট্রেলিয়ার মুখের গ্রাস কেড়ে নিয়েছে টিম ইন্ডিয়া। পঞ্চমদিনের শুরুতেই অধিনায়ক আজিঙ্কা রাহানে আউট হওযার পর মনে হচ্ছিল দুটি সেশনের মধ্যেই হয়ত ম্যাচ পকেটে পুরবে অস্ট্রেলিয়া। চা-পানের বিরতির পর আর খেলা গড়াবে না। কিন্তু ভারতের চোট পাওয়া ব্যাটসম্যানরাই হারা বাজি পাল্টে দিয়ে অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দিলেন।
চোট পাওয়ার পরও টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সিডনির পিচে বুক চিতিয়ে লড়াই করেছেন। ম্যাচ ড্র রাখতে সক্ষম হল ভারত। সিডনি টেস্ট ড্র রাখার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হনুমা বিহারী। ভারতের গৌরবজনক লড়াইয়ের অন্যতম যোদ্ধা হনুমা হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই ক্রিজ আঁকড়ে ছিলেন। রান করেছেন মাত্র ২৩। কিন্তু ১৬১ বল খেলেছেন তিনি। রান নয়, বিশেষজ্ঞরা বলছেন, ক্রিজে থেকে অদম্য লড়াইয়ের জন্য এই ইনিংস শতরানের থেকে কম কিছু গুরুত্বপূর্ণ নয়। এভাবে অজি বোলিং অ্যাটাককে নির্বিষ করে দিয়েছেন তিনি।
দ্বিতীয় ইনিংসের সময়ই চোট পেয়েছিলেন হনুমা। রান নেওয়ার জন্য দৌড়তেও পারছিলেন না। খুঁড়িয়ে হেঁটেই ম্যাচ ড্র রেখে বুক ফুলিয়ে ক্রিজ ছাড়লেন তিনি। হনুমার সঙ্গী রবিচন্দ্রন অশ্বিনও চোট নিয়েই খেলেছেন। একাধিকবার বল গায়ে খেয়েছেন তিনি। কিন্তু হাল ছাড়েননি তিনিও। শেষপর্যন্ত ১২৮ বলে ৩৯ রান করে অপরাজিত থেকে যান তিনি। এভাবে দলের এই স্মরণীয় লড়াইয়ে উল্লেখযোগ্য অবদান রাখলেন তিনিও। তাঁদের এই অদম্য মনোভাব প্রশংসা আদায় করে নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-রও। ট্যুইট করে হনুমা ও অশ্বিনের এই চোয়ালচাপা লড়াইকে কুর্ণিশ জানিয়েছে আইসিসি।


আইসিসি-র ট্যুইটে বলা হয়েছে, ২৫৬ বলে অপরাজিত ৬২,আর দুজনেই খেলেছেন চোট নিয়ে।দুজনের কী অসাধারণ পারফরম্যান্স! সঙ্গে অশ্বিন ও হনুমার ছবি শেয়ার করা হয়েছে ট্যুইটে।
উল্লেখ্য, টেস্ট ক্রিকেট চার বছর পর একটি ইনিংসে ১০০-র বেশি বল খেললেন অশ্বিন। অন্যদিকে, চোট নিয়েও ১১৮ বলে ৯৭ রানের ঝলমলে ইনিংস খেললেন ঋষভ পন্থ। সঙ্গে ছিলেন চেতেশ্বর পূজারাও। ২০৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে আউট হন তিনি।এই ব্যাটসম্যানদের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার মুখের গ্রাস ছিনিয়ে নেয় ভারত।