পঞ্চম দিনে ব্যাট ও বলের টানটান লড়াইয়ের পাশাপাশি দেখা গেল দুই দলের খেলোয়াড়দের বাক্য বিনিময়ও।এমনই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। আসলে ক্রিজে তখন নিজেদের মেলে ধরেছেন অশ্বিন ও হনুমা। আর অস্ট্রেলিয়া যে কোনও উপায়ে উইকেট নিয়ে ম্যাচ জিততে মরিয়া ছিল। কিন্তু অশ্বিন ও হনুমা আয়োজক দলের আশা পূরণের পথে বাধা হয়ে উঠেছিলেন। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা সেই আচরণ শুরু করে দিলেন, যে জন্য প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। স্লেজিংয়ের পাশাপাশি মানসিক-যুদ্ধও শুরু করে দিলেন অজি খেলোয়াড়রা। কেউ স্লেজিং করতে শুরু করেন, তো কেউ ব্যাটসম্যানের গার্ড মার্ক ঘষে দেন। অজি অধিনায়ক টিম পেইনকে উইকেটের পিছন থেকে কিছু না কিছু বলে যেতে দেখা যায়। এরইমধ্যে পেইনের কথার মুখের মতো জবাব দিতে কসুর করলেন না অশ্বিন। আর তাঁর এই জবাবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে এবং তা বেশ ভাইরাল হচ্ছে।
খেলার শেষ সেশনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটের প্রয়োজন ছিল। ক্রিজে তখন কার্যত মাটি কামড়ে পড়েছিলেন অশ্বিন ও হনুমা। বল ছিল অস্ট্রেলিয়ার স্পিনার নাথন লায়নের হাতে। তখন উইকেটরক্ষক পেইন বলে ওঠেন, 'গাব্বা টেস্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি'। পাল্টা অশ্বিন বলেন, 'ভারতে তোমাকে দেখার জন্য অপেক্ষায় রয়েছি।সম্ভবত ওটাই হবে তোমার শেষ সিরিজ'।
ব্যাট হাতে ঋষভ পন্থ ও চেতেশ্বর পূজারা এবং হনুমা ও অশ্বিনদের এই অনবদ্য লড়াই দলের সমর্থকের কাছে স্মরণীয় হয়ে থাকবে, এ কথা বলাই বাহুল্য।