মোহালি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২০৮ রানের পুঁজি নিয়েও শেষরক্ষা করতে পারেনি ভারত। ৪ বল বাকি থাকতেই লক্ষ্যপূরণ করেছে অস্ট্রেলিয়া। ম্যাচের পর ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) মুণ্ডপাত চলছে। ম্যাচে ৪ ওভারে ৫২ রান খরচ করেছেন ভুবি। পাননি কোনও উইকেট। অনেকেই প্রশ্ন তুলছেন প্রথম একাদশে তাঁর জায়গা নিয়ে। কেউ কেউ বলছেন, কেন ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ছন্দে থাকা মহম্মদ শামিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হল না।


দুঃসময়ে অস্ট্রেলিয়ার এক প্রাক্তন তারকাকে পাশে পেয়ে গেলেন ভুবনেশ্বর। তিনি, ম্যাথু হেডেন (Mathew Hayden) মনে করিয়ে দিলেন, ভুবনেশ্বরই ভারতকে অনেক ম্যাচে জিতিয়েছেন। অনেকেই ডেথ ওভারে ভুবনেশ্বরকে বল করতে দেওয়া উচিত নয় বলে মত প্রকাশ করছেন। ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের ম্যাচ পয়েন্ট অনুষ্ঠানে হেডেন বলেছেন, 'আমি সহমত নই। বল হাতে ও দারুণ একজন ফিনিশার ছিল। আছেও। আমার মনে হয় সেটাও ওর কাজ। অবশ্যই ওর কাজ শুরুর দিকে উইকেট নেওয়া। কিন্তু অধিনায়ক চাইলে ডেথে ২-১ ওভার বল করতে পারে।'


লজ্জার রেকর্ড


টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলার মনে করা হতো তাঁকে। কিন্তু এশিয়া কাপ থেকে ছন্দে নেই। এশিয়া কাপে ডেথ ওভারে তাঁর বোলিং নিষ্প্রভ দেখিয়েছিল। খরচ করেছিলেন প্রচুর রান।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লজ্জার রেকর্ড গড়লেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ৪ ওভার বল করে তিনি খরচ করলেন ৫২ রান। কোনও উইকেট পাননি। ভারতের ২০৮/৬ স্কোর ৪ বল বাকি থাকতে তুলে দেয় অস্ট্রেলিয়া। যে পরাজয়ের পর ভুবনেশ্বর কুমারের তীব্র সমালোচনা চলছে।


টি-টোয়েন্টি কেরিয়ারে এই প্রথম ৫০ রানের বেশি খরচ করলেন ভুবনেশ্বর। তাঁর বিষাক্ত নাকল বল, স্লোয়ার বাউন্সার, ওয়াইড ইয়র্কার, কোনও অস্ত্রই কাজ করেনি। ক্যামেরন গ্রিন, ম্যাথু ওয়েডদের সামনে বল হাতে কোনও সমস্যাই তৈরি করতে পারেননি উত্তরপ্রদেশের তারকা। ভুবির লাগাতার ব্যর্থতার পর মহম্মদ শামিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে না রাখা নিয়ে সমালোচনাও আরও তীব্র হয়েছে।


ম্যাচের প্রথমার্ধ ছিল ভারতীয় ব্যাটারদের দাপট। দ্বিতীয়ার্ধে একইরকম দাপট দেখালেন অস্ট্রেলীয় ব্যাটাররা। মোহালিতে ভারতের ২০৮ রান তাড়া করে ৪ উইকেটে ম্য়াচ জিতে নিল অস্ট্রেলিয়া (Ind vs Aus)। তাও ৪ বল বাকি থাকতে। সব মিলিয়ে ম্যাচে উঠল ৪১৯ রান!


আরও পড়ুন: সৌরভদের পরামর্শে ক্রিকেটের নিয়মে একগুচ্ছ বদল, লালার ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ