মোহালি: টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ভারতীয় দলের নিয়মিত ওপেনার। আইপিএলেও ইনিংস ওপেন করেন। অথচ কে এল রাহুলের (KL Rahul) স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠছে । অনেকেই মনে করছেন, রাহুলের পরিবর্তে বিরাট কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করানো উচিত টিম ইন্ডিয়ার ।


রাহুল, তিনি নিজে কী বলছেন? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার (Ind vs Aus)। তার আগের দিন সাংবাদিকদের প্রশ্নে রাহুল বলেছেন, 'স্ট্রাইক রেট নিয়ে সকলে পরিশ্রম করে। কেউই নিখুঁত নয়। সকলেই কোনও না কোনও দিকে পরিশ্রম করে চলেছে ।'


টি-টোয়েন্টি ক্রিকেটে রাহুলের স্ট্রাইক রেট ১৪০.৯১। কিন্তু এশিয়া কাপে চেনা ছন্দে দেখা যায়নি রাহুলকে। মাত্র ১২২.২২ স্ট্রাইক রেটে রান করেছেন। রাহুল বলছেন, 'আপনারা কখনও দেখবেন না একজন ব্যাটসম্যান একই স্ট্রাইক রেট রেখে খেলে গিয়েছে। কেউ দুশো স্ট্রাইক রেট রেখে খেলে কী হয়েছে বা কারও স্ট্রাইক রেট ১০০ বা ১২০ হলেও দল জিতেছে কি না, তা নিয়ে বিশ্লেষণ হয় না। সব মিলিয়ে দেখলে হয়তো মনে হবে স্ট্রাইক রেট মন্থর।'


 






তবে স্ট্রাইক রেট বাড়াতে পরিশ্রম করছেন বলে জানিয়েছেন রাহুল। 'আমি এটা নিয়ে পরিশ্রম করছি। অবশ্যই গত ১০-১২ মাসে ক্রিকেটারদের লক্ষ্য ঠিক করে দেওয়া হয়েছে। প্রত্যেককে বলে দেওয়া হয়েছে তার ভূমিকা ঠিক কী। ওপেনার হিসাবে কী করে আরও উন্নতি করা যায়, তা নিয়ে পরিশ্রম করে চলেছি।'


আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে নতুন ভূমিকায় স্মিথ? বুমরাদের বিপাকে ফেলার নকশা জানিয়ে দিলেন ফিঞ্চ