নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন মাইলফলক স্পর্শ করলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। খেলছেন তাঁর একশোতম টেস্ট। আর পূজারার সেঞ্চুরি টেস্টের মাহেন্দ্রক্ষণে অভিনন্দন বার্তায় ভরালেন সতীর্থ, কোচ। ভারতীয় ক্রিকেট বোর্ড অভিনন্দন বার্তার সেই ভিডিও পোস্ট করল সোশ্যাল মিডিয়ায়।


রোহিত শর্মা: একশো টেস্ট ম্যাচ খেলার জন্য প্রথমেই পূজারাকে অভিনন্দন জানাব। বিরাট কৃতিত্ব। বেশি মানুষ এই সুযোগ পায় না। তোমার ও তোমার শরীরের ওপর কী ধকল গিয়েছে আমি জানি। তোমার জন্য আমরা গর্বিত। প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই উত্থান-পতন থাকে। 


রাহুল দ্রাবিড়: পূজিকে প্রথম দেখেছিলাম রঞ্জি ট্রফির ম্যাচে। ও আমাদের বিরুদ্ধে খেলেছিল। রান করেছিল। কর্নাটককে সেই ম্যাচে হারিয়েছিল সৌরাষ্ট্র। তোমার বিবর্তন দেখে মুগ্ধ। সকলে তোমার নিষ্ঠা, সাহসিকতা, পরিশ্রমের প্রশংসা করে। তবে নিজেকে কতটা ঘষামাজা করলে এই জায়গায় পৌঁছনো যায়, সেটা জানি।


কে এল রাহুল: অনেক অভিনন্দন পূজি। স্মরণীয় দিন। বছরের পর বছর ধরে অবদান রেখেছো। ও আমাদের প্রেরণা। সব সময় পাশে থেকেছে।


বিরাট কোহলি: স্পেশ্যাল মানুষের স্পেশ্যাল দিন। অনেক অভিনন্দন। দারুণ সব প্রত্যাবর্তন ঘটিয়েছো। তোমার ও তোমার পরিবার, যাঁরা সব সময় পাশে থেকেছেন, তাঁদের জন্যও বিশেষ দিন। ২০১৮ সালে সাদাম্পটনে তোমার সেঞ্চুরি আমার দেখা সেরা। সব ব্যাটার আউট হয়ে গিয়েছিল। শুধু তুমি লড়ে গিয়েছিলে।


আর অশ্বিন: ভারতীয় ক্রিকেটের হোয়াইট ওয়াকার। বোলারদের জন্য রানের পুঁজি তুলে দাও। জানি না কতজন একশো টেস্ট খেলার সুযোগ পাবে। 


সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ: একশো টেস্ট! ভাবা যায় না। 


জয়দেব উনাদকট: প্লে স্টেশনে ভাল খেলো। অনেক শুভেচ্ছা পূজি।


শুভমন গিল: দারুণ মাইলফলক। আমাদের দলের বিরাট শক্তি। অনেক অভিনন্দন।


সাদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষত এখনও যন্ত্রণা দেয় তাঁকে। ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে মরিয়া চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ভারতকে টেস্ট ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন করে তবেই যেন ফেলবেন স্বস্তির নিঃশ্বাস।


কেরিয়ারের একশোতম টেস্ট খেলতে নামলেন পূজারা। নয়াদিল্লিতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পূজারা বলেছেন, 'নিউজিল্যান্ডের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যেতে হয়েছিল। ফের একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে চাই। ভারতকে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন করতে চাই।'


কীভাবে নিজের মনঃসংযোগ ধরে রাখেন? পূজারা বলেছেন, 'যতদিন নিজের খেলা নিয়ে আত্মবিশ্বাস রয়েছে, শৃঙ্খলা ধরে রাখার ব্যাপার রয়েছে, সাফল্য আসবে। আমি যোগাভ্যাস করি, প্রাণায়ম করি। তাতে মনঃসংযোগ করা যায়। বাইরের কথা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা যায়। ইতিবাচক লেখালিখি হলেও আমি সিরিজ চলাকালীন সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি।'



আরও পড়ুন: হাসপাতালে শয্য়াশায়ী তারকা ফাস্ট বোলার, চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার