আমদাবাদ: ফের বিশ্বকাপে (ODI World Cup) ম্যাচ চলাকালীন মাঠে দর্শক অনুপ্রবেশ। যার জেরে বিঘ্ন ঘটল ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) ফাইনাল ম্যাচে। রবিবার ভারতীয় ইনিংস চলাকালীন মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। মুখ মাস্কে ঢাকা। পরনে সাদা রাউন্ড নেক টি শার্ট। যার পিঠে লেখা, ফ্রি প্যালেস্তাইন। সেই দর্শক মাঠে ঢুকে জড়িয়ে ধরল বিরাট কোহলিকে। তারপর নিরাপত্তারক্ষীরা তাকে বার করে নিয়ে গেলেন মাঠ থেকে।


মাঠে চলতি বিশ্বকাপে বারবার দর্শক অনুপ্রবেশ ঘটছে। ইডেনে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীনও মাঠে ঢুকে পড়েছিল দর্শক। নিরাপত্তারক্ষীরা তাঁকে বার করে নিয়ে গিয়েছিলেন। এবার ফাইনালেও মাঠে লোক ঢুকল।


আমদাবাদে রবিবারের ফাইনাল এমনিতেই হাই প্রোফাইল। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তার ওপর সেই ম্যাচ দেখতে হাজির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যার দিকে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সঙ্গে আশা ভোঁসলে, শাহরুখ খান থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, আথিয়া শেট্টি - একের পর এক খ্যাতনামা। স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার। অথচ সেই বজ্র আঁটুনির মধ্যেও ফস্কা গেরো। 


ভারতীয় ইনিংসের ১৪তম ওভারের ঘটনায ২৭ বলে ২৯ রান করে তখন ব্যাট করছিলেন বিরাট। অনুপ্রবেশকারী সটান তাঁর কাছেই চলে আসে।


ভারতের ম্যাচেও এর আগে অনুপ্রবেশ হয়েছে চলতি বিশ্বকাপে। ভারতের জার্সি পরেই মাঠে ঢুকে গিয়েছিলেন ব্রিটিশ প্র্যাঙ্কস্টার ড্যানিয়েল জার্ভিস। তাঁকেও নিরাপত্তারক্ষীরা মাঠ থেকে বার করে নিয়ে যান।


 






রবিবারের ধৃত ব্যক্তিকে আমদাবাদের চন্দক্ষীরা পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়। সংবাদসংস্থা এএনআইকে ধৃত জানায়, তার নাম জন। বাড়ি অস্ট্রেলিয়ায়। তার কথায়, 'আমি বিরাট কোহলির ভক্ত। কোহলির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি প্যালেস্তাইনকে সমর্থন করি।' 


আরও পড়ুন: IND vs AUS Exclusive: শামির সঙ্গে ফুচকার পুরো দোকান তুলে এনেছিলাম হোটেলে! বিশ্বের যে কোনও দল ওকে লুফে নেবে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।